আদর্শ প্রতিবন্ধী সমীক্ষা বা এমডিএস হলো একটি সাধারণ জনসংখ্যা সমীক্ষা যা প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগে ঝুঁকি হ্রাস বা ডিআরআর পরিকল্পনার জন্য সহায়ক হতে পারে। এর মাধ্যমে নিচের তথ্যগুলো পাওয়া যেতে পারে:
- প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের জন্য কী করতে পারে? জরুরি পরিস্থিতিতে তাদের কী ধরনের সহায়তা প্রয়োজন হতে পারে?
- জনগোষ্ঠীর বিদ্যমান সম্পদগুলো এবং প্রতিবন্ধী নেটওয়ার্কগুলো কী কী যা প্রতিবন্ধী ব্যক্তিদের জরুরি অবস্থার আগে, চলাকালীন কিংবা পরে সহায়তা প্রদান করতে পারে?
এমডিএস এর সংক্ষিপ্ত সংস্করণটি স্বাস্থ্য ও অন্যান্য সমীক্ষায় সমন্বিত বা একীভূত করা যেতে পারে তাতে করে কার্যক্রমের কার্যকারিতা ও প্রতিবন্ধিতার অবস্থা পর্যবেক্ষণ করা সহজতর হয়। এতে পরিবেশগত কারণগুলো, কার্যকারিতা, সক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থা এবং ব্যক্তিগত সহায়তা ও সহায়ক পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এমডিএস এর সংক্ষিপ্ত সংস্করণের চারটি মডিউলে থাকা কিছু প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের করার মধ্য দিয়ে এলাকা বা পাড়া পর্যায়ে ডিআরআর বা দুর্যোগের ঝুঁকি হ্রাস পরিকল্পনা করার সাথে সংশ্লিষ্ট বাধাগুলো এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সুনির্দিষ্টভাবে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তা ভালোভাবে বুঝতে পারা সম্ভব হয়।
এক্ষেত্রে মনে রাখুন যে, সামর্থ্য ও স্বাস্থ্য অবস্থা (ক্যাপাসিটি অ্যান্ড হেলথ কন্ডিশন) সংক্রান্ত ৬টি প্রশ্ন ওয়াশিংটন গ্রুপ শর্ট সেট (ডব্লিউজিএসএস)-এর প্রশ্নাবলীর সাথে মিল আছে; তাই একই প্রশ্নের পুনরাবৃত্তি এড়াতে যদি ইতোমধ্যে ওয়াশিংঠন গ্রুপ শর্ট সেট (ডব্লিউজিএসএস) ব্যবহার করা হয়ে থাকে কিংবা ব্যবহার করা পরিকল্পনা থাকে তাহলে আদর্শ প্রতিবন্ধী সমীক্ষার সামর্থ্য ও স্বাস্থ্য অবস্থা মডিউলের প্রশ্নাবলী করা থেকে বিরত থাকুন। কারণ আগেই বলা হয়েছে যে, এই দুই টুলসের প্রশ্নগুলো একই রকমের।