আন্তর্জাতিক কাঠামো
আন্তর্জাতিক আইনী কাঠামো স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রতিরোধ ও প্রশমনের অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই ধরনের কাঠামোগুলো যে নীতি ও মান প্রতিষ্ঠা করে তার ভিত্তিতে স্থানীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি হ্রাস উদ্যোগগুলো বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ নিশ্চিত হয়।
দুর্যোগে ঝুঁকি হ্রাস কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে মূল আন্তর্জাতিক কাঠামো হলো সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিকডাকশন ২০১৫-২০৩০, যেখানে বলা হয়েছে:
"দুর্যোগে ঝুঁকি হ্রাসের জন্য সমাজের সার্বজনীন সম্পৃক্ততা ও অংশীদারিত্ব প্রয়োজন। এর জন্য আরো দরকার ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক , প্রবেশগম্য এবং বৈষম্যহীন অংশগ্রহণ, দুর্যোগ দ্বারা অসমভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি, বিশেষ করে দরিদ্রতম জনগোষ্ঠীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার। সকল নীতিমালা ও অনুশীলনের ক্ষেত্রে জেন্ডার, বয়স, প্রতিবন্ধিতা এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ অবশ্যই সমন্বিত করা দরকার এবং নারী ও যুব নেতৃত্বকে অবশ্যই তুলে ধরা দরকার।" (৩, পরিচালনা নীতিমালা, ১৯.ঘ)
"দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য একটি বহুমাত্রিক ঝুঁকি মোকাবেলায় সক্ষম এমন একটি পদ্ধতির প্রয়োজন এবং সেই পদ্ধতিতে যেন ঝুঁকি সম্পর্কে জেনে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা থাকে; আর এই অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতাসহ পৃথক তথ্য উপাত্তের উম্মুক্ত বিনিময় ও জানানোর মধ্য দিয়ে। এক্ষেত্রে এই ধরনের তথ্য হতে হবে সহজেই প্রবেশগম্য, হালনাগাদ, সমন্বিত, বিজ্ঞানভিত্তিক, ঝুঁকি বিষয়ে অসংবেদনশীল তথ্য এবং ঐতিহ্যবাহী জ্ঞান দ্বারা পরিপূরক।" (৩, পরিচালনা নীতিমালা, ১৯.ছ)
"দুর্যোগ বা ঝুঁকি অসংবেদনশীল তথ্য পাওয়ার জন্য বিপদ অবস্থা, ঝুঁকি-অবস্থা, ঝুঁকি, দুর্যোগ ও ক্ষতি বিষয়ক পৃথক উপাত্ত যথা উপযুক্তভাবে অবাধে সহজলভ্য ও প্রবেশগম্য হতে হবে।" (৪, কাজের অগ্রাধিকার, ২৪.ঙ)
"...নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য প্রকাশ্যে নেতৃত্ব দেয়া ও জেন্ডারের ন্যায়সঙ্গত ও সার্বজনীনভাবে প্রবেশগম্য সাড়া দেওয়া, পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন পদ্ধতিগুলোর প্রচার করা গুরুত্বপূর্ণ..." (৪, কাজের অগ্রাধিকার, ৩২)
সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক কাঠামোগুলো হলো:
- প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা ঘোষণা
- প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ (সিআরপিডি) (বিশেষ করে ধারা ১১ — ঝুঁকিপূর্ণ ও মানবিক জরুরি অবস্থা)
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সনদ
- শিশু অধিকার সনদ (বিশেষ করে ধারা ২৩)
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র সাথে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসের নিবিড় যোগসূত্র রয়েছে।