অন্তর্ভুক্তিমূলক অনুসন্ধান ও উদ্ধার করার প্রস্তুতির জন্য:
- এটি নিশ্চিত করুন যে অনুসন্ধান ও উদ্ধার সাব-কমিটিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।
- কমিউনিটির কারো সুনির্দিষ্ট সহায়তা দরকার হলে যার সাহায্য দরকার তার অবস্থান সম্পর্কে যে তথ্য জানা আছে অনুসন্ধান ও উদ্ধার কাজে নিয়োজিত টাস্কফোর্স এবং প্রথম সাড়াদানকরীদের (পুলিশ, ফায়ার ব্রিগেড প্রমুখ) বিস্তারিত জানান (যার সম্পর্কে তথ্য দিচ্ছেন তার অনুমতিসাপেক্ষে)।
- অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে দরকার হতে পারে এমন সহায়ক যন্ত্রপাতি যেমন স্ট্রেচার, হুইলচেয়ার ও ক্রাচ ইত্যাদির মজুত রাখুন এবং টাস্ক ফোর্স/ প্রথম সাড়াদানকারীদের যন্ত্রপাতিগুলো ব্যবহারের উপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দিন।
- অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, জলযান ইত্যাদি যেন প্রবেশগম্য হয়। যেখানে প্রয়োজন যানবাহনে র্যাম্প লাগানো।
- টাস্ক ফোর্স সদস্য/প্রথম সাড়াদানকারীদের বিভিন্ন বয়সী ও বিভিন্ন ধরনের নারী ও পুরুষ প্রতিবন্ধী এবং জখমপ্রাপ্তদের অনুসন্ধান ও উদ্ধার কাজের উপর প্রশিক্ষণ দিন যাতে করে তারা উপযুক্ত পদ্ধতিতে উদ্ধার করতে পারে এবং কারো নতুন করে অস্বস্তি বা আঘাত না পায়।
- টাস্কফোর্স সদস্যদের যোগাযোগের দক্ষতা তৈরি করুন এবং তাদেরকে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণ ব্যক্তিদের সাথে প্রস্তুতি পর্যায়ে কথা বলতে বলুন এবং কী ধরনের সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে বোঝার জন্য ঘটনা বিশ্লেষণ করতে বলুন।
দুর্যোগের ক্ষেত্রে:
- যারা সহায়ক ডিভাইস ব্যবহার করে কিংবা যাদেরকে সাহায্য করার জন্য সহায়তাকারী আছে এমন মানুষদের তাদের সহায়ক ডিভাইস কিংবা সহায়তাকারী থেকে আলাদা করা যাবে না। যাতে করে দুর্যোগ পরবর্তী সময়ে তারা তাদের চলাচল অব্যাহতভাবে রক্ষা করতে পারে।
- প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তিদের শুধু প্রয়োজনে যেমন: তারা আঘাতপ্রাপ্ত হলে তাদের চিকিত্সার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে, অন্যথায় নয়। যদি কোন ব্যক্তি তার চিকিত্সার প্রয়োজনের কথা জানাতে না পারেন তাহলে পরিবারের সদস্য কিংবা তার যত্নকারীর সহায়তা নিয়ে তার স্বাস্থ্য চাহিদাগুলো সম্পর্কে জেনে নিতে হবে।