জীবিকা কর্মসূচির জন্য আর্থ-সামাজিক বিশ্লেষণ কার্যক্রম বাস্তবায়নকালে কমিউনিটির মধ্যে কোন ব্যক্তি ও জনগোষ্ঠী সামাজিকভাবে বঞ্চিত বা প্রান্তিক তা চিহ্নিত করুন। এজন্য আপনাকে যা করতে হবে:
- কমিউনিটিতে থাকা জনগোষ্ঠীর গঠন সম্পর্কে জানতে হবে; অর্থাত্ তাদের বয়স, জেন্ডার, প্রতিবন্ধিতা এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে।
- কমিউনিটির সভাগুলোতে কে যোগদান করছে এবং কারা যোগদান করছে না লক্ষ্য রাখুন। যারা যোগদান করছে তাদের মধ্যে কারা কথা বলছে এবং নিজেদের মতামত দিচ্ছে সেটা দেখুন; এবং কাদের উদ্বেগ ও স্বার্থ নিয়ে আলোচনা হচ্ছে সেটাও লক্ষ্য করুন।
- কমিউনিটিতে বসবাসকারী মানুষদের আয়ের স্তর, আবাসনের মান, খাদ্য ও বস্ত্র, নতুন প্রযুক্তির মালিকানা (যেমন: মোবাইল ফোন), সাইকেলের মালিকানা, মোটরসাইকেলের মালিকানা, ইত্যাদি।
- সামাজিকভাবে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষদের চিহ্নিত করতে সামাজিক আলোচনায় অংশ নেওয়া। সেখানে এমন লোক কি আছে যারা নির্যাতনমূলক আচরণ (যার মধ্যে সহিংসতাও রয়েছে) এবং উপহাসের শিকার হয় বা যাদেরকে উপেক্ষা করা হয়? কিছু কিছু গোষ্ঠীর মানুষেরা কি বশ্যতামূলক আচরণ করে? তারা কি লাজুক কিংবা নীরব থাকে? তারা কি সামাজিক যোগাযোগ থেকে দূরে থাকে?
- সম্পদ ও বিভিন্ন ধরনের পুঁজিতে প্রবেশগম্যতা রয়েছে এবং সেই সকল সম্পদ ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন এমন ব্যক্তিরা কারা তা বিশ্লেষণ করুন।
নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভিন্ন বয়সের গ্রুপগুলো সম্পর্কে ডেটা যা ওই গ্রুপগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় এবং যার মাধ্যমে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলোকে একটি প্লাটফর্মে আনার উদ্যোগ নেওয়া সম্ভব হয়।