Christian Blind Mission Inclusive Disaster Risk Reduction

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিভাগ
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. ঝুঁকি নিরূপণ, পূর্ব সতর্কতা

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

বাংলা

আসন

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

আশ্রয়কেন্দ্রের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বসার জন্য আসন বা সিট স্থাপন করুন। এই সিটগুলো সকলের বসার জন্যই কাজে লাগবে তবে বিশেষভাবে যাদের পক্ষে দাঁড়িয়ে থাকা কষ্টকর, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি এবং গর্ভবতী মায়েদের সেবায় কাজে লাগবে।

লেট্রিন/ওয়াশরুমে থাকা সিট যেন হুইলচেয়ারের সমান উচ্চতার হয়। তাতে একজন হুইলচেয়ার ব্যবহারকারী হুইলচেয়ার থেকে সিটে বসতে এবং আবার সিটে থেকে হুইলচেয়ারে ফিরে আসতে পারবেন।

আসন নির্মাণ উপকরণ ভেদে বিভিন্ন মূল্যে বানানো সম্ভব। তবে সিট তৈরিতে কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হবে তা কোন কাজে সিট বা আসনটি ব্যবহার করা হবে তার উপর নির্ভর করে।

 

 

Material
© Hazel Jones and Bob Reed. 2005

গোসল করার জন্য সিট বা আসন:

  • ওয়াশরুমে একটি চেয়ার কিংবা বসার আসন থাকলে সেটি সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না এমন ব্যক্তিকে দাঁড়াতে সহায়তা করে। কিংবা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে তিনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মর্যাদার সাথে বজায় রাখতে পারেন।
  • ওয়াশরুমের সিট বা চেয়ার ইচ্ছে করলে স্থায়ীভাবে বসিয়ে দেয়া যায়। তখন আর এটিকে এদিক ওদিক সরানো যাবে না। আবার কূপের ধারে সিমেন্ট দিয়ে বাধাই করে প্লাটফর্ম তৈরি করে দেয়া যায়।
  • সিট নির্মাণকালে এটা নিশ্চিত করতে হবে যে এটি যেন ব্যবহারকারীর ওজন বহন করতে পারে, বিশেষ করে যখন এতে বসে থাকবে কিংবা এটি ব্যবহার করে অন্য কোথাও নিজেকে সরাবে আবার ফিরে আসবে।
  • সিটের পাশে কিংবা কাছাকাছি পার্শ্ব রেলিং থাকলে ব্যবহারকারী সিট থেকে অন্যত্র নিজেকে সরানো কিংবা আবার সিটে ফিরে আসার সময় ভারসাম্য বজায় রাখতে পার্শ্ব রেলিং ব্যবহার করতে পারেন।

বেঞ্চ:

বেঞ্চ গোসল করা, খাওয়া, ব্যায়াম করা কিংবা ঘুমানোর কাজে ব্যবহার করা যেতে পারে। এটি প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, গর্ভবতী নারী এবং যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে না তারা ব্যবহার করতে পারে। বেঞ্চ সিট কিংবা মোড়া/টুলের চেয়ে বেশি জায়গা দখল করে কিন্তু একাধিক কাজে এটি ব্যবহার করা যায়।

গোসলের জন্য বেঞ্চ খুবই উপযোগী একটি উপকরণ। কারণ ব্যবহাকারী পানির পাত্র, সাবান, কাপড় ইত্যাদি সব কিছু বেঞ্চে তার হাতের নাগালে রাখতে পারেন। এতে তার স্বাধীনতা বাড়ে এবং তিনি অন্যের সাহায্য ছাড়াই কাজগুলো করতে পারেন।

টয়লেটের সিট:

  • একটি স্কোয়াট টয়লেটও (প্যান টয়লেট) সামনে হ্যান্ডরেইল লাগিয়ে কিংবা এর উপর একটি প্লাস্টিক বা কাঠের চেয়ার বসিয়ে একে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করা যেতে পারে (উদাহরণের জন্য নিচে দেখুন)। সিটের সামনে একটা অংশ ফাঁকা রাখা যাতে করে টয়লেট সেরে নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়।
  • টয়লেট সিট যদি কাঠের তৈরি হয় তাহলে সেটার স্থায়িত্ব বাড়াতে সেটাকে রং কিংবা বার্ণিশ করতে হবে। এতে সিট যেমন পরিস্কার করা সহজ হবে। আর কাঠের উপর পানিও জমে থাকতে পারবে না।
  • টয়লেট সিটের উচ্চতা কী হবে তা ব্যবহারকারীর উপর নির্ভর করে। তবে উচ্চতা এমন হতে হবে যে ব্যবহারকারী সহজেই বসতে ও উঠতে পারেন (এবং হুইলচেয়ার ব্যবহারকারী টয়লেট সিটে গিয়ে বসতে ও ফিরে আসতে পারেন) এবং ব্যবহারকারী যখন বসবেন তখন তার উভয় পা মেঝেতে থাকবে। 

 

Seat with hole
© Hazel Jones and Bob Reed. 2005
Toilet
© Hazel Jones and Bob Reed. 2005
Different views
© HI Pakistan 2010

Tags

  • অপসারণ কেন্দ্র

Sources

  • Handicap International. Accessibility in emergency. Technical sheets WASH infrastructure Pakistan, 2010

  • Jones, H and Reed, B. Water and Sanitation for disabled people. Designing services to improve accessibility, WEDC Loughborough University, 2005

  • Handicap International Madagascar. Guide pour accompagner un enfant présentant une déficience motrice cérébrale dans ses activités de la vie quotidienne. 2011

  • Handicap International. How to build an accessible environment in developing countries. Manual no 1. Introduction & Accessibility standards. Cambodia. 2008

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

সহযোগিতায়:

Swiss NGO DRR Platform

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান