অ্যাডভোকেসি হলো কোন একজন স্বতন্ত্র ব্যক্তি কিংবা কোন একটি জনগোষ্ঠী বা একদল মানুষের স্বার্থ রক্ষায় কিংবা কোন কারণের সপক্ষে কাজ করা। যিনি অ্যাডভোকেসি করেন, তিনি কোন কিছুর পক্ষে যুক্তি তুলে ধরেন, সুপারিশ করেন কিংবা কোন কারণ বা নীতিকে সমর্থন করেন। এছাড়াও অ্যাডভোকেসি হলো মানুষদের তাদের উদ্বেগ ও মতামত প্রকাশ করতে সাহায্য করা।
তিন ধরনের অ্যাডভোকেসি রয়েছে:
১. স্ব-অ্যাডভোকেসি (নিজের পক্ষে অ্যাডভোকেসি): নিজের পক্ষে যে অ্যাডভোকেসি সেখানে একজন ব্যক্তির সক্ষমতাকে বোঝায় যিনি নিজের স্বার্থ, আকাঙ্খা, চাহিদা ও অধিকার কার্যকরভাবে জানাতে ও দর কষাকষি করতে পারেন। এর মানে হলো আপনি আপনার নিজের শক্তি ও চাহিদাগুলো বোঝেন, আপনার নিজের লক্ষ্যগুলো শনাক্ত করতে পারেন, আপনি আপনার আইনী অধিকার ও দায়িত্বগুলো জানেন এবং এই সকল বিষয় অন্যদেরকে জানাতে পারেন।
২. স্বতন্ত্র ব্যক্তির জন্য অ্যাডভোকেসি: স্বতন্ত্র ব্যক্তির অ্যাডভোকেসিতে একজন ব্যক্তি কিংবা একদল ব্যক্তি একজন কিংবা বড়জোর দুইজন স্বতন্ত্র ব্যক্তির জন্য তাদের প্রচেষ্টাকে নিয়োজিত করেন। অ্যাডভোকেসি ফর ইনক্লুসন সংস্থার মতে, "অ্যাডভোকেসি হলো আপনি যখন কোন কিছুকে অন্যায় মনে করেন কিংবা কেউ আপনার সাথে খারাপ আচরণ করে এবং আপনি এই অবস্থার পরিবর্তনে কোন কিছু করতে চান তখন আপনি কাউকে আপনার পাশে পান।"
৩. সিস্টেম অ্যাডভোকেসি বা বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে অ্যাডভোকেসি: সিস্টেম অ্যাডভোকেসি হলো নীতিমালা, আইন বা বিধি/নিয়ম পরিবর্তন করা যা একজন ব্যক্তির জীবনযাপন পদ্ধতিকে প্রভাবিত করে। এই পরিবর্তন প্রচেষ্টা স্থানীয় কিংবা জাতীয় সংস্থাকে উদ্দেশ্য করে করা যেতে পারে। এই প্রচেষ্টার মূল লক্ষ্য হতে পারে আইনের পরিবর্তন, কিংবা লিখিত বা অলিখিত নীতির পরিবর্তন। কোন বিষয়কে নিয়ে অ্যাডভোকেসি করা হবে তা নির্ভর করে সমস্যার ধরন এবং এই সমস্যা সমাধানের এখতিয়ার বা কর্তৃত্ব কার রয়েছে।
অন্তর্ভুক্তিমূলক দুর্যোগে ঝুঁকি হ্রাস (ডিআরআর) এর জন্য অ্যাডভোকেসি করার জন্য কিছু প্রাসঙ্গিক আইনী কাঠামো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।