নির্দিষ্ট ধরনের হাতল প্রতিবন্ধী নারী ও পুরুষ, প্রবীণ ব্যক্তি এবং শিশুদের দরজা বা জানালা খোলা, ধরা, তোলা এবং ধাক্কা দেয়া সহজ করে।
এমন হাতল বাছাই করুন যা ধরা সহজ। সিলিন্ডার আকৃতির হাতল ব্যবহার করবেন না কারণ এগুলো ধরা ও ঘোরানো কঠিন।
দরজার হাতল ৮০-৯০ সেন্টিমিটার উচ্চতায় থাকা উচিত যাতে করে একজন হুইলচেয়ার ব্যবহারকারী, শিশু এবং খর্বাকৃতির ব্যক্তি সহজেই দরজার হাতল ব্যবহার করতে পারেন। স্লাইডিং (পাশে ধাক্কা দিয়ে খুলতে হয়) দরজায় সবার ব্যবহার উপযোগী হাতল হলো ইংরেজি বর্ণ "D" আকৃতির হাতল। নিচের আঁকা ছবিতে এই ধরনের হাতলের সাথে সহজেই ধরা যায় এমন হাতলের ছবি দেখুন।