এটি নিশ্চিত করুন যে দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতীয় মঞ্চের তালিকা প্রস্তুতকালে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্যতম প্রধান স্টেকহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে; বিশেষ করে স্বতন্ত্র গ্রুপগুলো থেকে সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করুন।
আরো নিশ্চিত করুন যে, দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতীয় মঞ্চের সদস্যদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও), প্রবীণ ব্যক্তিদের সংগঠন, নারীদের সংগঠনসহ বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী নাগরিক সংগঠন (সিএসও) অন্তর্ভুক্ত রয়েছে।
ডিআরআর বিষয়ে কাজ করছেন এমন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ যাতে ঘটে তা নিশ্চিত করুন। যেখানে কোন অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই জায়গাটি যেন প্রবেশগম্য হয়, যোগাযোগও যেন প্রবেশগম্য হয় এবং ব্যক্তি পর্যায়ে সুনির্দিষ্ট যে ধরনের সহায়তা দরকার সেটা যেন করা হয়।
ডিআরআর মঞ্চ কর্তৃক তৈরি করা উপকরণগুলো যেন বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ব্যবহার উপযোগী হয় তা নিশ্চিত করুন এবং যোগাযোগ উপকরণগুলোতে ব্যবহৃত ভাষা যেন সংবেদনশীল হয়।
ডিআরআর জাতীয় মঞ্চকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুর্যোগে ঝুঁকি হ্রাস সংক্রান্ত ভালো চর্চাগুলোকে তুলে ধরার কাজে ব্যবহার করুন যাতে করে জাতীয় পর্যায়ে দুর্যোগে ঝুঁকি হ্রাস সংক্রান্ত কাজে জড়িত স্টেকহোল্ডারগণ (সরকার, দাতা সংস্থা, সিএসও, জাতিসংঘের সংস্থাগুলো ইত্যাদি) বিষয়টি অনুধাবন করতে এবং অন্তর্ভুক্তিমূলক ডিআরআর কর্মসূচি গ্রহণ করার প্রয়োজনীয়তা বুঝতে ও এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগগুলো নিতে পারে।
অন্তর্ভুক্তিমূলক দুর্যোগে ঝুঁকি হ্রাস সংক্রান্ত আন্তর্জাতিক দিবসগুলো যেমন ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এর দিনগুলো ডিআরআর মঞ্চ থেকে উদযাপন ও প্রচারের ব্যবস্থা নিন।
বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও তাদের চাহিদাভিত্তিক ডিআরআর সংশ্লিষ্ট সম্পদ (মানব সম্পদ, আর্থিক ও উপকরণ) ম্যাপিং করা নিশ্চিত করুন। যেমন, ডিআরআর বিষয়ে দক্ষতা আছে এবং তাদের ডিআরআর কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণে সক্রিয় এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করুন।