যদি উপযুক্ত ওয়াশরুম পাওয়া না যায় তাহলে নারী, মেয়েশিশু, প্রবীণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে স্বতন্ত্রভাবে, নিরাপদে ও মর্যাদার সাথে তাদের স্বাস্থ্যবিধি পালন করতে পারে সে লক্ষ্যে একটি সাধারণ ধরনের শাওয়ার নির্মাণ করা যেতে পারে।
উদাহরণস্বরূপ:
পানির জন্য একটি ৪ কিংবা ৫ লিটারের সহজলভ্য পানির প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন। এই পাত্রে অন্তত ১০টি ছিদ্র করুন। যেখান থেকে পানি ঝরনার মতো বের হবে। গাড়ির পুরনো পরিচ্ছন্ন টায়ার ভারসাম্য রাখতে সমস্যা হয় কিংবা দাঁড়ানো অবস্থা থেকে বসতে সমস্যা হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হিসেবে ব্যবহার করুন।
আলো ও বাতাসের জন্য বাথরুমে/ওয়াশরুমে যে ফাঁকা জায়গা/জানালা তৈরি করা হবে সেটা যেন অতোটা উচুঁতে থাকে যাতে করে কেউ যেন সহজে বাইরে থেকে ভেতরে তাকাতে না পারে।
দরজা টেনে আনার জন্য রশি দিয়ে একটা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে দরজার সাথে একটি রশি যুক্ত করতে হবে এবং সেটা হুকের মাধ্যমে লাগাতে হবে। ব্যবহারকারী রশি ধরে দরজাটা টেনে এনে রশির অন্যপ্রান্তহ্যান্ডরেইল/হাতে ধরার রেলিংয়ের সাথে লাগিয়ে দেবেন।
পুরুষ ও ছেলে শিশুদের জন্য এবং নারী ও মেয়ে শিশুদের জন্য পৃথক বাথরুম ও টয়লেট তৈরি করতে হবে।