ঘূর্ণিঝড় আঘাত হানার আগাম সতর্কতা স্বতন্ত্র ব্যক্তি ও এলাকাবাসীকে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট সময় দিয়ে থাকে। কারণ সাধারণত ঘূর্ণিঝড় আঘাত হানার ৩৬ থেকে ৭২ ঘণ্টা আগে সর্তক বার্তা পাওয়া যায়। দ্রুত অপসারণ কাম্য, কিন্তু যাদের প্রস্তুতি নিতে কিছুটা বাড়তি সময় দরকার হয় কিংবা ঘরবাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অন্যের সহায়তার দরকার হয় তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে এবং এই ধরনের ব্যক্তিদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তিরা থাকতে পারেন, যাদেরকে প্রবেশগম্য আশ্রয়কেন্দ্রে কিংবা অপসারণ কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ঘূর্ণিঝড়ের আগাম সতর্ক বার্তা যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং একটি এলাকার প্রত্যেকে যেন সেই বার্তা বুঝতে পারেন তা নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে সতর্কতা বার্তা প্রচারে বিভিন্ন ধরনের অডিও ও ভিডিও মাধ্যমের সমন্বয় ঘটাতে হবে।
আগাম সতর্কতা ব্যবস্থা যাতে কম প্রতিনিধিত্বশীল এবং উপেক্ষিত গ্রুপ যেমন বধির বা শ্রবণ প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধীদের কাছেও সমানভাবে পৌঁছায় সে ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে হবে।
(আরো বিবেচনা রাখতে হবে: অন্তর্ভুক্তিমূলক অপসারণ এবং প্রবেশগম্য অপসারণ বা আশ্রয় কেন্দ্র)