জরুরি প্রয়োজনে ব্যবহারের যন্ত্রপাতির বাক্স
বাসা-বাড়ির জন্য ইমারজেন্সি কিট বা জরুরি প্রয়োজনে ব্যবহারের যন্ত্রপাতির বাক্সে কী রাখবেন যখন ঠিক করবেন তখন পরিবারের সদস্য কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের চাহিদাকে বিবেচনায় রাখতে হবে।
হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির জন্য সুপারিশকৃত বাড়তি যে জিনিসগুলো রাখতে হবে:
- টায়ার বা চাকা ঠিক করার জন্য প্যাচ কিট
- হুইলচেয়ার বা স্কুটারের টায়ার বা চাকা মেরামতের জন্য সিল-ইন-এয়ার পণ্য
- টায়ারের ভেতরের টিউব
- ভারী গ্লাভস (কাঁচ কিংবা ধারালো বস্তু থেকে হাতের সুরক্ষার জন্য)
- ল্যাটেক্স-মুক্ত গ্লাভস
- মোটরচালিত হুইলচেয়ার কিংবা স্কুটারের জন্য ব্যাকআপ হিসেবে স্পেয়ার বা অতিরিক্ত ডিপ-সাইকেল ব্যাটারি।
- মোটরচালিত হুইলচেয়ারের ব্যাকআপ হিসেবে একটি হালকা ও হস্তচালিত হুইলচেয়ার (যদি সম্ভব হয়)
- বাড়তি ক্রাচ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বিদ্যুত্ চলে গেলে কী করা হবে সেই ব্যাকআপ পরিকল্পনা করা
বধির ব্যক্তির জন্য সুপারিশকৃত বাড়তি জিনিসপত্র:
- যোগাযোগ করার জন্য লেখার খাতা ও কলম/পেন্সিল
- টর্চ লাইট, বাঁশি কিংবা অ্যালার্ম/ঘন্টা
- দুর্যোগকালে ব্যবহারের জন্য আগে থেকে দরকারি কথাবার্তা লেখা কাগজ প্রিন্ট করে রাখা।
- চাহিদা অনুযায়ী সহায়ক উপকরণ (যেমন: হিয়ারিং এইড/শ্রবণ যন্ত্র, ব্যক্তিগত অ্যাম্পিফ্লায়ার ইত্যাদি)
- বহনযোগ্য ভিজুয়াল নোটিফিকেশন যন্ত্র যার মাধ্যমে জানা যাবে যে কেউ দরজায় নক করেছেন কিনা, দরজার কলিংবেল বাজিয়েছেন কিনা কিংবা ফোন করেছেন কিনা
- সহায়ক যন্ত্রের জন্য বাড়তি ব্যাটারি
- আপনার কানে শোনার ক্ষমতা কতোটা কমেছে সেটা লেখা থাকা এবং দুর্যোগকালে সাড়াদানকারী/উদ্ধারকারীরা কতোটা দ্রুততার সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারে।
অন্ধ ব্যক্তির জন্য সুপারিশকৃত বাড়তি জিনিসপত্র:
- বাড়তি বা অতিরিক্ত সাদা ছড়ি, যতোটা সম্ভব দীর্ঘ আকারের
- ব্রেইল কিংবা কথা বলে এমন ঘড়ি
- বড় করে লেখা ঘড়ি এবং বাড়তি ব্যাটারি
- দেখার জন্য সহায়ক যন্ত্র যেমন ইলেকট্রনিক ট্রাভেল এইড, মনোকুলার, বায়নোকুলার কিংবা ম্যাগনিফায়ার
- চশমার জন্য বাড়তি পাওয়ার গ্লাস কিংবা বাড়তি চশমা (প্রযোজ্যক্ষেত্রে)
- তথ্য পাওয়ার জন্য যে কোন ধরনের পড়ার যন্ত্র/সহায়ক প্রযুক্তি
দীর্ঘকাল ধরে রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সুপারিশকৃত বাড়তি জিনিসপত্র:
- আপনার খাদ্য তালিকায় বিধিনিষেধ আছে এমন খাদ্য বাদ দিয়ে আপনার জন্য উপযুক্ত খাদ্য সরবরাহ।
- ব্যক্তিগত তালিকা এবং প্রয়োজনীয় সকল ওষুধের ন্যূনতম এক সপ্তাহের সরবরাহ, মেডিকেল সরবরাহ এবং বিশেষ ধরনের সরঞ্জাম (যেমন, হাপানির জন্য ভেন্টিলেটর, অ্যালার্জির প্রতিক্রিয়া মোকাবেলায় অ্যাপিনেফ্রিন কলম কিংবা অ্যানাফিল্যাকটিক শক ইত্যাদি।)
- সকল ওষুধের বিস্তারিত তালিকা।
প্রবীণ ব্যক্তিদের জন্য সুপারিশকৃত বাড়তি জিনিসপত্র:
- আপনার খাদ্য তালিকার বিধিনিষেধের সাথে সামঞ্জস্য রেখে উপযুক্ত ধরনের অ-পচনশীল খাদ্য
- প্রয়োজনীয় সহায়ক উপকরণ যেমন, বেত, হাঁটার যন্ত্র, হালকা ওজনের হাতে চালিত হুইলচেয়ার, হিয়ারিং এইড/ শ্রবণ যন্ত্র, শ্বাসযন্ত্র, রক্তের গ্লুকোজ পরিমাপ করার যন্ত্র
- প্রেসিক্রিপশন অনুযায়ী বাড়তি চশমা ও পাদুকা (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাড়তি ওষুধ ও ভিটামিন পরিপূরক/ সাপ্লিমেন্ট
- আপনার প্রয়োজনীয় সকল মেডিকেল সরবরাহ এবং বিশেষ যন্ত্রপাতির তালিকা
- সমস্ত ওষুধের প্রেসক্রিপশনের কপি
- অতিরিক্ত দাঁত (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্লিনার
- ল্যাটেক্স-মুক্ত গ্লাভস (আপনার পরিচর্যাকারীর জন্য)
গর্ভবতী নারী, নতুন মা এবং শিশুদের জন্য সুপারিশকৃত বাড়তি জিনিসপত্র:
- গর্ভবতী নারীদের জন্য প্রসবপূর্ব মেডিকেল রেকর্ড, প্রসবপূর্ব ওষুধ, প্রসূতির বাড়তি কাপড়চোপড় এবং গর্ভবতী নারীদের জন্য প্রচুর পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার।
- পরিস্কার তোয়ালে, কাঁচি, জীবাণুমুক্ত গ্লাভস, চাদর এবং স্যানিটারি প্যাডসহ জরুরি প্রসবের জন্য প্রয়োজনীয় সরবরাহ।
- যদি নবজাতক কিংবা ছোট শিশু থাকে তাহলে তাদের যত্নের জন্য দরকারি জিনিসপত্র, শিশুদের জন্য বাড়তি শিশু খাদ্য, ডায়াপার, মেডিকেল ও টিকা রেকর্ড কার্ড, হ্যান্ড স্যানিটাইজার এবং অপসারণ বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে শিশুকে বহন করে নিয়ে যাওয়ার সুবিধার্থে বুকে ঝুলানোর জন্য স্লিং বা অন্য কোন ব্যবস্থা।
- যদি শিশুকে মা বুকের দুধ না খাওয়ান তাহলে শিশুর জন্য শিশু খাদ্য।