কমিউনিটির মতামত জানানোর উপায়/পদ্ধতিগুলো অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য করার জন্য যে বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হবে:
- কমিউনিটির মতামত জানানোর পদ্ধতিগুলো স্থাপন ও বাস্তবায়নকালে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সাথে পরামর্শ করতে হবে ও তাদের সাথে যৌথভাবে বাস্তবায়ন করতে হবে।
- বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে পরামর্শ করতে হবে, বিশেষ করে প্রতিবন্ধী নারী ও মেয়ে শিশু, অন্ধ/দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, বধির ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, বুদ্ধি প্রতিবন্ধী এবং মনোসামাজিক প্রতিবন্ধী ও ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে পরামর্শ করতে হবে।
- বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষদের তথ্য পাওয়া এবং মতামত জানানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট ধরনের বাধাগুলো চিহ্নিত ও নিরূপণ করা।
- প্রবেশগম্যতার ক্ষেত্রে বাধাগুলো উত্তরণ বা দূর করার জন্য যোগাযোগের ক্ষেত্রে মতামত জানানোর একাধিক ব্যবস্থা নিন যেমন টেলিফোন হটলাইন, মতামত জানানোর সাজেশন বক্স, ওয়েবসাইটে মতামত জানানোর জন্য আলাদা সেকশন রাখা, মোবাইল ফোনে টেক্সট/বার্তা প্রেরণ, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে মতামত জানানো।
- কমিউনিটির ফিডব্যাক সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য একজন ফোকাল পারসন নির্দিষ্ট করা এবং একথা নিশ্চিত করা যে কমিউনিটির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সদস্যরা এই ফোকাল পারসন সম্পর্কে জানেন। আবার একথাও নিশ্চিত করতে হবে যে, যাকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি অন্তর্ভুক্তি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তিনি কমিউনিটির ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন।
- তথ্য সংগ্রহের কার্যকর উপায়গুলো বেছে নিতে হবে। যেমন: যারা গুরুতরভাবে চলন প্রতিবন্ধী কিংবা শিশুর যত্ন বা অন্য কোন কারণে বাসা থেকে বের হতে পারেন না তাদের সাক্ষাত্কার বাসায় গিয়ে নিতে হবে।