একটি কমিউনিটির মানুষের পানির চাহিদা সবার সমান হয় না। কমিউনিটি পর্যায়ে জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতি হিসেবে পানি ও স্যানিটেশন সামগ্রী জড়ো করার সময় প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, স্তন্যদানকারী মা ও অসুস্থ ব্যক্তিদের খাবার পানি, রান্না করার পানি এবং গোসলের পানির চাহিদাসহ সকলের পানির চাহিদা বিবেচনায় রাখতে হবে।
- প্রাপ্য পানিকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে পানি সরবরাহ করলে হবে না। প্রথমত চাহিদাগুলো সম্পর্কে জানতে হবে। সে কারণে পরিবারগুলোতে জরিপ করতে হবে, পর্যবেক্ষণ ও ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে পানি ব্যবহার ও প্রয়োজনীয়তার উপর তথ্য উপাত্ত সংগ্রহ করে তবেই পানি বিতরণের পরিমাণ ঠিক করতে হবে।
- ব্যক্তি প্রতি ন্যূনতম পানির চাহিদা/পরিমাণ গর্ভবতী নারী, দীর্ঘকাল ধরে অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বেশি হবে।
- পানি বিতরণের ক্ষেত্রে ছোট ছোট পানির পাত্রের কথা বিবেচনায় রাখুন যাতে করে সহজেই বহন করা যায়; বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারী যেন বহন করতে পারেন সেই ধরনের প্লাস্টিকের পাত্র, সঠিক আকারের পাত্র রাখুন।
- কিছু বহনযোগ্য পার্টিশন, গোসলের চেয়ার এবং টয়লেট চেয়ার সংগ্রহ করুন যাতে করে প্রয়োজনে পার্টিশন দিয়ে ব্যক্তিগত ও গোপনীয়তা তৈরি করা যায়।
- নিশ্চিত করুন যে, পানির সরবরাহ হুইলচেয়ার ব্যবহারকারী ও চলাচলে সীমাবদ্ধতা আছে এমন ব্যক্তির জন্য প্রবেশগম্য এবং পানির কাছে তিনি পৌঁছাতে পারেন। পানির ট্যাপ যথেষ্ট নিচু করে বসানো যাতে করে হুইলচেয়ার ব্যবহারকারী সেগুলোর কাছে পৌঁছাতে পারেন।
- র্যাম্প এবং শক্ত রাস্তা থাকায় প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই পানির কাছে যেতে পারেন এবং তারা নিজেরা স্যানিটেশন সুবিধা ব্যবহার করতে পারেন।
- টিউবওয়েলের ক্ষেত্রে এটি নিশ্চিত করুন যে, টিউবওয়েলের হ্যান্ডেল এতোটাই যেন লম্বা হয় একজন হুইলচেয়ার ব্যবহারকারী সেটা হুইলচেয়ার থেকেই ব্যবহার করতে পারেন এবং খুব জোরে চাপ দেওয়ার দরকার হয় না। এটিও নিশ্চিত করুন যে, নলকূপের চারপাশ বাধামুক্ত (যেমন: নলকূপে যাওয়ার জন্য কোন সিড়ি নেই)।