Christian Blind Mission Inclusive Disaster Risk Reduction

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিভাগ
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. ঝুঁকি নিরূপণ, পূর্ব সতর্কতা

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

বাংলা

প্রবেশপথ

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

আলাদা করে প্রবেশগম্য প্রবেশপথ থাকবে না। বরং প্রধান প্রবেশপথটিকেই প্রবেশগম্য করতে হবে, যা নির্মাণকালে সার্বজনীন নকশা নীতিমালা অনুসরণ করে তৈরি করতে হবে। ভবন ও তাবুর প্রবেশপথ যাতে সকলের জন্য নিরাপদ ও প্রবেশগম্য তা নিশ্চিত করতে হবে:

  • যে পথটি রাস্তা থেকে, অন্য ভবন থেকে, পার্কিং থেকে এবং লেট্রিন থেকে এসেছে সেটা প্রবেশগম্য হতে হবে।
  • প্রবেশপথ অবশ্যই সহজেই দৃশ্যমান হয়, সে লক্ষ্যে উজ্জ্বল রং এবং উপযুক্ত চিহ্ন ব্যবহার করতে হবে।
  • প্রবেশপথের প্রস্থ কমপক্ষে ৯০ সেন্টিমিটার হতে হবে;
  • দরজার প্রবেশমুখে কমপক্ষে ১৫০ সেন্টিমিটার x ১৫০ সেন্টিমিটার ব্যাসার্ধ পরিমাণ ফাঁকা জায়গা থাকতে হবে যাতে করে হুইলচেয়ার ব্যবহারকারীসহ চলাচলে অসুবিধা আছে এমন ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন।
  • সেখানে দরজা আটকানোর জন্য কোন স্টপার, কিংবা অন্য কোন বাধা থাকবে না।
  • দরজার হাতল ৯০ সেন্টিমিটার থেকে ১০০ সেন্টিমিটার উচ্চতায় লাগাতে হবে যাতে সব ধরনের মানুষের — হুইলচেয়ার ব্যবহারকারী, খাটো ব্যক্তি, ছোট শিশু, হাতে সমস্যা আছে — পক্ষে ধরতে ও ব্যবহার করতে সহজ হয়।
  • যে দরজাগুলো নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ব্যবহার করা হবে সেগুলোতে অবশ্যই উপযুক্ত ধরনের তালা লাগাতে হবে।
  • দরজার ফ্রেম বা চৌকাঠের রং দেয়ালের রং থেকে ভিন্ন হতে হবে; যাতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই কোনটা দরজা বুঝতে পারেন। যদি কোন দরজার ফ্রেম বা চৌকাঠ না থাকে ( উদাহরণস্বরূপ, তাবুর প্রবেশমুখের ক্ষেত্রে), তাহলে দরজার চারপাশে ৫ সেন্টিমিটার পরিমাণ জায়গা রং করে কিংবা রঙিন টেপ লাগিয়ে দিতে হবে।
Accessible door entrance width where a wheelchair user is passing through. Next to the width indication it says "Passage util"
© CBM 2015
Door indicating accessible measurements
© AUOR 2015
Doorway to a room, where the door frame is painted yellow
© CBM 2015

Tags

  • অপসারণ কেন্দ্র

Sources

  • CBM. Inclusive post-disaster reconstruction: Building back safe and accessible for all. 2015.

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

সহযোগিতায়:

Swiss NGO DRR Platform

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান