ফোকাস গ্রুপ আলোচনা
আপনি যখন প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) আয়োজন করেন তখন আগে থেকে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারী ও পুরুষের সাথে আলোচনা করে সভায় তাদের অংশগ্রহণের ক্ষেত্রে তাদের চাহিদা ও পছন্দগুলো সম্পর্কে জেনে নিন।
সভার স্থান প্রবেশগম্য হওয়া নিশ্চিত করার জন্য:
-
- সভার স্থানটিতে যাতে গণপরিবহন ব্যবহার করে, রাস্তা কিংবা পথ ধরে সহজেই পৌঁছানো যায়।
- প্রবেশপথ সিড়ির ধাপমুক্ত হতে হবে, যদি না হয় তাহলে সেখানে অবশ্যই র্যাম্প থাকতে হবে।
-
যোগাযোগ এর মাধ্যমে সভা/সমাবেশ হওয়ার বিস্তারিত তথ্য বধির ও অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীসহ সবাইকে অবশ্যই জানাতে হবে।
- প্রতিবন্ধী ব্যক্তিদের কারো কারো সঙ্গে তার ব্যক্তিগত সহায়তাকারী কিংবা যত্নকারী আসতে পারেন, এই বিষয়গুলো সভা/সমাবেশের আগেই পরিকল্পনায় রাখতে হবে।
- সভায় আগত মানুষদের চলাচলের পুরো বিষয়টাই আগেভাবে চিন্তা করে রাখতে হবে, যেমন প্রবেশপথ থেকে সভাস্থল, সভাস্থল থেকে টয়লেট ও খাওয়ার স্থানে চলাচলের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজে নিজে চলাচলের সর্বোচ্চ সুবিধা রাখতে হবে।
- সভাস্থলের পরিবেশ বিবেচনায় রাখুন এবং স্থানটিকে যতোটা সম্ভব শান্ত ও নিরাপদ রাখুন।
সভায় প্রত্যেকের সমভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের পদক্ষেপগুলো নিন:
- বিভিনন্ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারী, পুরুষ, মেয়ে ও ছেলেদের সভায় আমন্ত্রণ জানান। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সভায় অন্তর্ভু্ক্ত করুন কারণ প্রতিবন্ধিতার ভিন্নতার সাথে সাথে তাদের চাহিদা ও প্রয়োজনগুলোও ভিন্ন হয়ে থাকে। নারী ও মেয়ে প্রতিবন্ধীরা সাধারণত তাদের মতামত জানানোর সুযোগ পায় না। তাই সবসময় তাদেরকে অন্তর্ভুক্ত করা ও তাদের কথা শোনার জন্য জোরালো চেষ্টা করতে হবে।
- জেন্ডার এবং প্রতিবন্ধিতা সংবেদনশীল ভাষা ব্যবহার করুন এবং যোগাযোগ যেন বাধাধরা ও গতানুগতিক চিন্তাধারা মুক্ত হয়।
- যারা কথা কম বলে এমন ব্যক্তিদের দিকে মনোযোগী হন এবং তাদেরকে তাদের মতামত জানানোর জন্য আমন্ত্রন জানান কিংবা তাদের সাথে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করুন। যারা দুশ্চিন্তাগ্রস্ত বা দুর্ভোগে আছে এবং গ্রুপে অন্যদের সামনে কথা বলতে চায় না তাদের ব্যাপারে মনোযোগী থাকুন।
- সভায় উপস্থিত যে কোন অংশগ্রহণকারী যদি কোন কিছু বুঝতে না পারেন কিংবা যদি তার মনে হয় যে দ্রুত কথা বলার কারণে কোন কিছু বুঝতে পারছেন না তাহলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বিষয়গুলো বুঝে নিতে পারেন কিংবা সভার বক্তার কথা বলা একটু কম দ্রুত করার জন্য অনুরোধ করতে পারেন। এই ক্ষেত্রে অংশগ্রহণকারী বিভিন্ন রংয়ের কার্ড ব্যবহার করতে পারেন। যেমন অংশগ্রহণকারীরা কোন তথ্য না বুঝলে লাল কার্ড তুলতে পারেন। আবার বক্তার কথা বলা খুব দ্রুত হচ্ছে বোঝাতে তারা হলুদ কার্ড তুলতে পারেন। আবার তারা যদি সভার বিষয়বস্তু ঠিক ঠাক সব কিছু বুঝতে পারেন তাহলে সবুজ কার্ড তুলে দেখাতে পারেন।
- বধির মানুষদের কারো কারো সভার আলোচনা বোঝা ও অংশগ্রহণ করার জন্য ইশারা ভাষার দোভাষী দরকার হতে পারে কিংবা তাদের পরিবারের সদস্যদের সভায় উপস্থিত থেকে তাদেরকে বোঝানোর দরকার হতে পারে।
- অন্ধ ব্যক্তি কিংবা ক্ষীণদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের সভার আগেই সভা সংক্রান্ত সকল উপকরণের ইলেকট্রনিক সংস্করণ পৌঁছে দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে সভার আবশ্যক বা প্রধান প্রধান নথিগুলো ব্রেইল পদ্ধতিতে মুদ্রণ করা যেতে পারে।
(এই ধরনের কাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো সহায়তা করতে পারে।) - বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে ফ্যাসিলিটেটর কিংবা পরিবারের সদস্যদের সভায় যুক্ত করা দরকার হতে পারে; যারা বুদ্ধি প্রতিবন্ধীদের কারিগরি ও জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝিয়ে বলবে। মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি তাদের সহায়তার জন্য কাউকে তাদের সাথে রাখতে চাইতে পারে।
- ছোট শিশুদের নিয়ে সভায় আসা মা-বাবা যাতে সভায় পূর্ণ অংশগ্রহণ করতে পারেন সে লক্ষ্যে তাদের সন্তানদের জন্য শিশু পরিচর্যার ব্যবস্থা করতে হবে।