দুর্যোগে ঝুঁকি হ্রাস উদ্যোগগুলোতে সাধারণত প্রতিবন্ধী শিশুরা উপেক্ষিত থাকে, যে কারণে প্রাকৃতিক ও অন্যান্য ধরনের দুর্যোগে তারা সুনির্দিষ্টভাবে ঝুঁকির মুখে পড়ে। স্কুলগামী শিশুদের জন্য দুর্যোগে ক্ষতি বেশি হয়, কারণ দেখা যায় যে প্রায়শ দুর্যোগের ঘটনা যখন ঘটে তখন শিশুরা স্কুলে থাকে।
সমন্বিত স্কুল নিরাপত্তা কাঠামো (কমপ্রিহেনসিভ স্কুল সেফটি ফ্রেমওয়ার্ক — সিএসএসএফ) এর উদ্দেশ্য হলো শিক্ষা খাতের বিপদের ঝুঁকি কমানো। ছেলে ও মেয়ে প্রতিবন্ধীসহ সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও শিক্ষা অব্যাহত রাখা; আর এ লক্ষ্যে সিএসএসএফ-এর তিন স্তম্ভের ভিত্তিতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে মূলধারাকরণ। তিনটি স্তম্ভ হলো — নিরাপদ শিক্ষার সুযোগ, স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা, এবং ঝুঁকি হ্রাস ও অভিঘাতসহনশীলতা শিক্ষা।