ট্রানসেক্ট ওয়াক হলো একটি পাড়া বা গ্রাম কিংবা কমিউনিটির এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যাওয়ার মধ্য দিয়ে ওই পাড়া, গ্রাম কিংবা কমিউিনিটির পরিবেশগত, সামাজিক ও অন্যান্য বিষয়ে পর্যবেক্ষণ, আলাপ, শোনা ও দেখার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করা। এটি সাধারণত দলীয়ভাবে করা হয়। এই টুলস বা পদ্ধতি ব্যবহার করে যখন একটি কমিউনিটির ঝুঁকিসমূহ এবং বাধাগুলো চিহ্নিত করা হবে তখন এই কাজে সবাইকে যুক্ত করার চেষ্টা করুন, যাদের মধ্যে প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং প্রবীণ ও শিশুসহ সকল বয়সীদের প্রতিনিধিত্বশীল উপস্থিতি থাকে। এই সময়ে কোন ধরনের সম্পদ, সুবিধা ও সেবাগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ তা জেনে নিন, তারা কিভাবে কমিউনিটিতে চলাফেরা করে, তারা কীভাবে ভূমি ব্যবহার করে এবং তারা কীভাবে কমিউনিটির কাজে যুক্ত হয় এবং কোন ধরনের বিপদ বা ঝুঁকিগুলোকে তারা উচ্চ ঝুঁকি মনে করে সেগুলো চিহ্নিত করুন।
একটি ট্রানসেক্ট ওয়াক অন্তর্ভুক্তিমূলক করার জন্য যা করতে হবে:
- এমন একটি পথ হাঁটার জন্য বেছে নিন যেই পথে হুইলচেয়ার ব্যবহারকারী ও ত্রিচক্রযান চালনকারী ও প্রবীণ ব্যক্তিসহ চলাচলে সীমাবদ্ধতা আছে এমন ব্যক্তির পক্ষেও চলা সম্ভব হবে। প্রয়োজনে সহায়তাকারীর সাহায্য নিয়ে তারা হাঁটবেন।
- দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির সাথে হাঁটার জন্য পরিবারের একজন সদস্য কিংবা যত্নকারীকে সঙ্গে দিন, যাতে করে তারা অপরিচিত পথেও চলতে পারেন। তাদেরকে চারপাশের বর্ণনা দিন যাতে করে তারা তাদের মতামত দিতে পারেন।
- কানে শুনতে সমস্যা আছে, বা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্যাসিলিটেটরের কাছাকাছি থাকতে দিন যাতে করে তারা শুনতে পায় এবং তাদের সঙ্গে যত্নকারী কিংবা পরিবারের সদস্যদের রাখুন যাতে করে যোগাযোগের প্রয়োজনে তারা সহজেই যোগাযোগ করতে পারে (অথবা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একজন ইশারা ভাষার বিশেষজ্ঞ রাখা যেতে পারে)।
- বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করতে তাদের যত্নকারী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে রাখুন যাতে করে তারা পরিবেশ ও পরিস্থিতি বুঝিয়ে বলতে পারে এবং তাদের মতামত জেনে জানাতে পারে।
- দুর্যোগকালে কীভাবে পরিবেশ বদলে যায় সে নিয়ে আলোচনা করুন এবং এতে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কী ধরনের বাধাগুলো তৈরি হয় তা জানুন। প্রত্যেককে তাদের মতামত দেওয়ার জন্য উত্সাহিত করুন।