Christian Blind Mission Inclusive Disaster Risk Reduction

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিভাগ
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. ঝুঁকি নিরূপণ, পূর্ব সতর্কতা

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

বাংলা

অংশগ্রহণ

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০১৫-২০৩০ নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, শিশু, আদিবাসী জনগোষ্ঠী এবং অন্যান্য দুর্বল বা কম প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে স্বীকৃতি দেয় এবং ডিআরআর নিয়ে কর্মরতদের এই ধরনের গোষ্ঠী এবং তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সাথে যুক্ত হতে উত্‌সাহিত করে।

অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যেখানে কম-প্রতিনিধিত্বকারী জনগোষ্ঠী কমিউনিটি বা জনগোষ্ঠীর মূল্যায়ন ও ঝুঁকিগুলো চিহ্নিত করা, প্রবেশগম্য আগাম সতর্ক ব্যবস্থা ও জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রমের নকশা তৈরি করাসহ ডিআরআর এর সকল পর্যায়ে কার্যকরভাবে এবং সম্পূর্ণরূপে অংশগ্রহণ করে। তারা কোন ধরনের বৈষম্য ছাড়াই এবং অন্যদের সাথে সমতার ভিত্তিতে তারা এই প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে এবং তারা ডিআরআর কমিটিগুলো ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোতে অন্তর্ভুক্ত হয়।

তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়াতে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:

  • অংশগ্রহণের বাধাগুলো চিহ্নিত করা এবং এই বাধাগুলো মোকাবেলার জন্য করণীয় কী হতে পারে সেই পরিকল্পনা তৈরি করতে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশাপাশি তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সাথে পরামর্শ করা।
  • ডিআরআর-এ প্রতিবন্ধী ব্যক্তি ও চলাচলে অসুবিধা হয় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য অবকাঠামোগত বাধা দূর করার ব্যবস্থা নিন এবং এ লক্ষ্যে সভার স্থান ও যাতায়াত বা চলাচলের ব্যবস্থা প্রবেশগম্য করুন।
  • প্রবেশগম্য যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করুন এবং ডিআরআর সংক্রান্ত তথ্য প্রবেশগম্য বিভিন্ন ফরমেটে দিন।
  • দৃষ্টিভঙ্গিগত বাধাগুলো মোকাবেলা করার লক্ষ্যে স্টাফ/কর্মী, স্বেচ্ছাসেবী ও এলাকার মানুষদের এই বিষয়ে সংবেদনশীল করার ব্যবস্থা নিন এবং প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ব্যক্তিদের ডিআরআর কার্যক্রমে যুক্ত করার গুরুত্ব সম্পর্কে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করুন।

প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ করা নিয়ে অতীত অভিজ্ঞতা, ভয় কিংবা নিম্ন-আত্মমর্যাদাবোধ তাদের মধ্যে অংশগ্রহণ সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। যা দূর করার জন্য তাদেরকে সহায়তা করার দরকার হতে পারে। এ লক্ষ্যে পাড়া সংগঠক বা কমিউনিটি মবিলাইজারগণ বাড়ি পরিদর্শনের মাধ্যমে কমিউনিটি মিটিংগুলোতে তাদের অংশগ্রহণ করার ক্ষেত্রে উদ্বেগ ও অনিচ্ছা কমাতে সহায়তা করতে পারেন। এই ধরনের ব্যক্তিগত পরিদর্শনে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে কমিউনিটি মবিলাইজার মানুষের কাছে অংশগ্রহণের প্রক্রিয়া ও এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যক্তির মনে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তাদের মধ্যে যে ভয় ও আশঙ্কা কাজ করে সেগুলো দূর করতে পারেন এবং লজিস্টিক ও যোগাযোগ সংক্রান্ত অন্যান্য বাধাগুলো, যদি থাকে, সেগুলো দূর করার ব্যবস্থা নিতে পারেন।

Tags

  • প্রবেশগম্যতা

Sources

  • UNDRR. Sendai Framework for Disaster Risk Reduction 2015 - 2030. 2015

  • Handicap International. Disability Inclusive Community Based Disaster Risk Management. A toolkit for practice in South Asia. 2012

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

সহযোগিতায়:

Swiss NGO DRR Platform

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান