মূলধারায় অন্তর্ভুক্তকরণের বিষয়টি দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রমের আর্থিক পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় একদম শুরু থেকেই করতে হবে। কারণ তাতে খরচ কম হবে। নতুবা বাস্তবায়নকালে অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা বিষয় যুক্ত করার জন্য খরচ বাড়বে।
অন্তর্ভুক্তিমূলক বাজেটের জন্য যা করতে হবে:
- অর্থায়নের প্রস্তাব ও বাজেট যতোটা সম্ভব নমনীয় রাখতে হবে।
- শুরুতেই বাজেটে প্রবেশগম্যতার ব্যবস্থা তৈরি, অভিযোজন প্রক্রিয়া, যুক্তিসঙ্গত আবাসন এবং বিশেষায়িত সংস্থাগুলো থেকে করিগরি সহায়তা নেওয়ার জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে।
- যদি আপনার কাছে পৃথভাবে ডেটা না থাকে তাহলে আপনার এলাকার মোট জনসংখ্যার প্রায় ১৫% কোন না কোন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত সেটা ধরে নিতে হবে।
বাস্তবায়ন প্রক্রিয়ায় নমনীয়তার সুবিধা পাওয়ার জন্য আপনি আপনার প্রস্তাবনার বাজেটে 'সাপোর্টিং অ্যাক্সেস ফর অল বা সকলকে সহায়তা করা' কিংবা 'রিজনেবল অ্যাকোমোডেশন বা যুক্তিসঙ্গত অন্তর্ভুক্তিকরণ' সম্ভাব্য খাত হিসেবে যুক্ত করতে পারেন, যা আপনাকে পরবর্তীতে অন্তর্ভুক্তির লক্ষ্যে সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে, যেমন:
- ওই ব্যক্তিদের সহায়তা করা যারা দুর্যোগের সেবামূলক সহায়তা নিতে যাতায়াত করার ক্ষেত্রে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় (স্কুল, সংগ্রহ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, নিবন্ধন কেন্দ্র, বিতরণ কেন্দ্র, প্রবীণ ও প্রতিবন্ধিতা ফোকাল পয়েন্ট, নগদ অর্থ হস্তান্তর কেন্দ্র ইত্যাদিতে যেতে ও সেখান থেকে সেবা পেতে বাধার সম্মুখীন হয়।)।
-
সহায়ক উপকরণ বা ডিভাইস, শিখনের উপকরণ ইত্যাদি কেনা।
- প্রবেশগম্য যোগাযোগ উপকরণ (বিভিন্ন ভাষায় ও ব্রেইল, প্রযোজ্য ক্ষেত্রে) তৈরি করা কিংবা কেনা।
- ব্যক্তিগত সহায়তাকারী এবং পরিচর্যাকারীদের জন্য যে খরচ তাতে সহায়তা প্রদান।