দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনার নীতিমালা ও অনুশীলনগুলো দুর্যোগের বিভিন্ন দিক যেমন দুর্যোগ ঝুঁকির মাত্রা, সামর্থ্য, ব্যক্তি ও সম্পদের ক্ষতির সম্ভাবনা, ঝুঁকির বৈশিষ্ট্য ও পরিবেশ ইত্যাদির ভিত্তিতে হওয়া উচিত্।
এজন্য লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতার ভিত্তিতে অসমষ্টিগত বা পৃথক ডেটা সংগ্রহ ও সেগুলোর বিশ্লেষণ ও প্রচার করার ব্যবস্থা করতে হবে।
- লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতা বিষয়ে অসমষ্টিগত বা পৃথক ডেটা সংগ্রহ করা ন্যূনতম চাহিদা। সম্ভব হলে ও সাংস্কৃতিকভাবে উপযুক্ত হলে দুর্যোগের ঝুঁকি সংশ্লিষ্ট প্রয়োজনীয় আরো উপাত্ত সংগ্রহ করা যেতে পারে।
- লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতার অসমষ্টিকৃত বা পৃথক ডেটা অন্তর্ভুক্ত করার জন্য প্রশ্নাবলী, চাহিদা নিরূপন টেমপ্লেট, ডেটা বিশ্লেষণ সেট প্রয়োজনানুযায়ী সাজিয়ে নিতে হবে।
- তথ্য সংগ্রহ ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক হওয়া নিশ্চিত করতে হবে যেমন, মূল তথ্যদাতাদের প্রতিনিধিত্ব বিস্তৃত পরিসরে হতে হবে, ফোকাস গ্রুপ আলোচনা অন্তর্ভুক্তিমূলক হতে হবে ইত্যাদি।
- প্রতিবন্ধিতা বিষয়ে অসমষ্টিগত ডেটার জন্য উপযুক্ত ও ব্যাপকভাবে পরীক্ষিত পদ্ধতি যেমন ওয়াশিংটন গ্রুপ এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং পাঁচ বছরের কম বয়সী শিশুর ক্রিয়াকলাপ বিষয়ে ইউনিসেফ/ওয়াশিংটন গ্রুপ মডিউল ব্যবহার করা।
- বয়সের উপর অসমষ্টিকৃত বা পৃথক ডেটা সংগ্রহকালে যে বয়স গ্রুপকে বিবেচনা করতে হবে: ০-৫; ৬০-১২; ১৩-১৭; ১৮-৪৯; ৫০-৫৯; ৬০-৬৯; ৭০-৭৯; এবং ৮০+।
- উপাত্তের গোপনীয়তা ও সংবেদনশীলতা রক্ষা করতে উপাত্ত যখন প্রকাশ করা হবে তখন অবশ্যই লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতা বিষয়ক উপাত্ত পৃথকভাবে প্রকাশ না করে সমষ্টিগতভাবে প্রকাশ করতে হবে।