আয় বর্ধনমূলক কার্যক্রম
দুর্যোগকালীন সময়ে যে মানুষেরা বেশি ঝুঁকিতে থাকতে পারেন যেমন নারী, প্রতিবন্ধী মানুষ এবং প্রবীণ মানুষ, তারা আর্থিক খাতের কর্মকান্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন, যা তাদেরকে অসুবিধায় ফেলে, বিশেষ করে যখন অভিঘাতসহনীয় জীবিকা অর্জন, তাদের আর্থিক সম্পদ রক্ষা করা এবং তাদের আয়মূলক কর্মকান্ড বৈচিত্র্যময় করার প্রশ্নটি চলে আসে।
সম অংশগ্রহণমূলক আয়বর্ধনমূলক কার্যক্রমকে সহায়তা করার ক্ষেত্রে প্রথমেই একথা ধরে নিতে হবে যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষেরা সমাজের অন্যদের মতো একই ধরনের আয়বর্ধনমূলক কার্যক্রমে অংশ নিতে পারে:
- বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাজারে প্রবেশগম্যতা/বাজারের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাধাগুলো বিশ্লেষণ ও সমাধান করা।
- ব্যবসার নিয়মকানুন সংক্রান্ত (পারমিট, লাইসেন্স ইত্যাদি) এবং আর্থিক সেবায় প্রবেশগম্যতার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বাধাগুলো বিশ্লেষণ করা ও সেগুলো সমাধান করা।
- জীবিকা নির্বাহের জন্য নগদ হস্তান্তর এর ক্ষেত্রে অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা নিশ্চিত করুন।
- অন্তর্ভুক্তিমূলক জীবিকা প্রশিক্ষণ/বৃত্তিমূলক প্রশিক্ষণ (অর্থাত্ টেকসই, দুর্যোগে অভিঘাতসহনীয়, জলবায়ু-বান্ধব ব্যবস্থাপনা চর্চাগুলো) প্রদান।
- ব্যবসা বাস্তবায়নের ক্ষেত্রে প্রবেশগম্যতা তৈরি করতে বিনিয়োগের লক্ষ্যে ব্যক্তিদের সুনির্দিষ্ট সহায়তা করা (অর্থাত্ দোকান কিংবা অফিসের জন্য ভৌত বা অবকাঠামোগত প্রবেশগম্যতা তৈরি করা, কমপিউটার সফটওয়্যার ও ব্রেইল ম্যানুয়াল)।
- বিভিন্ন যোগ্যতার ব্যক্তিদের একত্রিত করে দলভিত্তিক জীবিকা কার্যক্রম/উদ্যোগ গ্রহণ করুন; যেমন, নারী ও পুরুষ, প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী। কোন কোন ক্ষেত্রে নারীরা তাদের এলাকার সাংস্কৃতিক প্রেক্ষাপটে শুধু নারীদের দল একত্রিত হয়ে জীবিকা কার্যক্রম/উদ্যোগ গ্রহণ করতে পারে।
- অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের প্রসারের লক্ষ্যে সমবায়, ব্যবসায়িক অ্যাসোসিয়েশন, আর্থিক সেবাপ্রদানকারী, সামাজিক নিরাপত্তা, সঞ্চয়ী গ্রুপ ইত্যাদি সম্পর্কে সচেতনতা বাড়ান এবং কারিগরি সহায়তা দিন।
- আর্থিক খাত ও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন।
- সামাজিক ও আর্থিকভাবে বর্জন করা হয় এমন জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ ও সামাজিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে ক্ষমতায়ন করে তাদেরকে আর্থিক কর্মকান্ড ও ব্যবসায় আত্মনিয়োগে সহায়তা করা।
- ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তি যারা অভিঘাতসহনশীল, জলবায়ু বান্ধব আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত তাদেরকে রোল মডেল হিসেবে তুলে ধরুন।