কমিউনিটির সম্পদ ও সেবাসমূহ নিরূপনকালে সমাজের বাসিন্দা বিভিন্ন ধরনের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাদের মধ্যে নারী, প্রবীণ ব্যক্তি, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু ব্যক্তিদের প্রতিনিধিদের থাকতে হবে। তারা সকলে মিলে তাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ও সেবাসমূহ নির্ধারণ করবে।
- সম্পদ ও সেবাসমূহ নিরূপণ বা ম্যাপিং করার উদ্দেশ্য এবং এই কার্যক্রমে সমাজের সকল অংশের মানুষদের প্রতিনিধিত্ব থাকার গুরুত্ব ব্যাখ্যা করে বলুন।
- কমিউনিটির সম্পদ ও সেবাসমূহের তালিকা তৈরি বা ম্যাপিং করার জন্য সবাইকে নিয়ে একটি প্রবেশগম্য স্থানে সমবেত হোন। সভায় আসার জন্য যাদের যানবাহন/পরিবহন সহায়তা দরকার হবে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করুন।
- সুনির্দিষ্ট স্বাস্থ্য ও পুনর্বাসন সেবাসমূহ যা প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি ও নারীদের জন্য দরকার সেগুলো চিহ্নিত করুন। এছাড়াও পুনর্বাসন সেবাদানকারী, প্রসব-পূর্ব ও প্রসবোত্তর স্বাস্থ্যসেবাদানকারী, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তাকারীদের তথ্য এতে অন্তর্ভুক্ত করতে হবে।
- সরকারি সেবাসমূহ যেমন স্কুল, সরকারি প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ এবং সামাজিক সেবাসমূহ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
- অনানুষ্ঠানিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা যদি থাকে সে সম্পর্কিত তথ্যও তালিকায় থাকতে হবে। প্রার্থনাস্থানের উল্লেখ থাকতে হবে।
- আর্থিক বিষয়ক তালিকাতে প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং প্রবীণ ব্যক্তি সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য কিংবা আর্থিক কর্মকান্ড সম্পর্কিত তথ্য থাকতে হবে। যার মধ্যে অনানুষ্ঠানিক খাতের বাড়িভিত্তিক ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কর্মকান্ডও অন্তর্ভুক্ত।
- দুর্যোগকালীন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ ও সেবাসমূহে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর প্রবেশগম্যতা ও সেবা পাওয়ার উপায়গুলো সম্পর্কে আলোচনা করে ঠিক করে নেওয়া।