Christian Blind Mission Inclusive Disaster Risk Reduction

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিভাগ
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. ঝুঁকি নিরূপণ, পূর্ব সতর্কতা

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

বাংলা

কৃষি

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

কৃষি উত্‌পাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর জন্য দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠা এবং দুর্যোগের সাথে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ তৈরি করে দেয়; সবমিলিয়ে তাদের মধ্যে অভিঘাতসহনশীলতা তৈরি হয়।

 

কৃষিভিত্তিক জীবিকা কর্মসূচি অন্তর্ভুক্তিমূলকভাবে বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে:

 

  • ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কৃষি কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধাগুলো (যার মধ্যে শারীরিক বাধা, জ্ঞান ও দক্ষতার অভাব, সামাজিক ও সাংস্কৃতিক অপবাদ বা কালিমা অন্তর্ভুক্ত) চিহ্নিত করতে হবে এবং এলাকার বা কমিউনিটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী স্থানীয় সংস্থাগুলোর সাথে পরামর্শের ভিত্তিতে বাধাগুলো দূর করা বা মোকাবেলা করার জন্য উপযুক্ত কর্মকৌশল তৈরি করতে হবে।
  • অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করুন, কারণ তারা কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক করার জন্য দরকারি বিশেষজ্ঞ সহায়তা দেয়ার পাশাপাশি সরকারি সেবাগুলোতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রবেশগম্যতা সহজতর করার ক্ষেত্রে সহায়তা করতে পারবে।
  • প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের কৃষিতে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদেরকে ক্ষেত ও খামারে গিয়ে কাজ করার উপযোগী সহায়ক প্রযুক্তি প্রদান, চাষাবাদের কাজে ব্যবহৃত কৃষি সরঞ্জাম কিংবা উত্‌পাদন ব্যবস্থা আরো বেশি প্রবেশগম্য করতে প্রয়োজনীয় পরিবর্তন করতে সহায়তা করা, পুনর্বাসন সেবাগুলো পেতে সহায়তা করা, জমি ও সম্পদ প্রবেশগম্য করতে সহায়তা করা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা করা বা বাড়িতে খামার করার জন্য প্রাণি সরবরাহ করার মাধ্যমে তাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা দিন।
  • ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর অংশগ্রহণ বাড়াতে এবং তাদের অংশগ্রহণকে সহজতর করতে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক কৃষি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিন, তাদেরকে কৃষি সম্প্রসারণ কার্যক্রমে অন্তর্ভুক্তিতে ও ক্ষুদ্র ঋণ পেতে সহায়তা করুন এবং ব্যবসায়িক পরিকল্পনা ও মনিটরিংয়ে বাড়তি সহায়তা দিন।
  • কমিউনিটি গ্রুপ ও সংস্থাগুলোকে (যেমন পল্লী সঞ্চয় ও ঋণদান সমিতি, আর্থিক সেবাদানকারী ও বীমা প্রদানকারী, প্রশিক্ষণ প্রদানকারী) আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার জন্য তাদেরকে সংবেদনশীল ও প্রভাবিত করুন।
  • বিভিন্ন ধরনের ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক স্ব-সহায়ক সংগঠন/গ্রুপ তৈরিতে সহায়তা করুন যাতে করে তারা তাদের সতীর্থ/সহকর্মীরা পরস্পরকে সহায়তা করতে পারে, যৌথ উত্‌পাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তাদের নিজেদের আত্মবিশ্বাস ও আর্থিক সচেতনতা জোরদার হয়।

 

মনে রাখুন:

 

  • এই ধারণা নিয়ে শুরু করুন যে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিসহ প্রত্যেকেই সব ধরনের কাজে অংশগ্রহণ করার সামর্থ্য রাখে যদি তাদেরকে সঠিকভাবে অভিযোজিত ব্যবস্থা ও প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।
  • জীবিকার বিকল্পগুলো মূল্যায়ন/নিরূপণকালে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ব্যক্তিগত চাহিদা ও সামর্থ্য এবং বাজারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা উভয়ই বিবেচনা করুন।
  • বিবেচনায় রাখুন যে, এমন কোন গোষ্ঠী বা দল কিংবা উপগোষ্ঠী আছে কিনা যাদের কৃষি কার্যক্রম থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, গুরুতর কিংবা একাধিক প্রতিবন্ধিতা রয়েছে এমন ব্যক্তি যেমন যারা বধির ও অন্ধ, নারী ও মেয়ে শিশু প্রতিবন্ধী কিংবা বুদ্ধিগত ও মনোসামাজিক প্রতিবন্ধী।
  • চলাচলে গুরুতর সীমাবদ্ধতা রয়েছে কিংবা কাজ করতে পারার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে যাদেরকে কৃষি কাজে সম্পৃক্ত করা সম্ভব নয়, এমন পরিস্থিতিতে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে সামগ্রিকতার বিবেচনায় প্রতিবন্ধী ব্যক্তির পরিবারকে সম্পৃক্ত করা যেতে পারে, উদাহরণস্বরূপ সহায়তা করা যাতে পরিবারের সদস্যরা কৃষিকাজে যুক্ত হতে পারেন।

Tags

  • অভিঘাতসহনশীল জীবিকা

Sources

  • Livestock Emergency Guidelines and Standards (LEGS). 2nd Edition. 2014

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

সহযোগিতায়:

Swiss NGO DRR Platform

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান