নদীর অববাহিকাগুলোর জন্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার সময় সকলের জন্য প্রবেশগম্যতা ও সমান সুবিধার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন:
- নদীর অববাহিকার সুরক্ষামূলক কাজের নকশা প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে নদীর অববাহিকায় বসবাসকারী বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষদের সম্পৃক্ত করুন।
- নদী অববাহিকার টেকসই ব্যবস্থাপনা ও বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা প্রয়োগের বিষয়ে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি করার জন্য যোগাযোগ ও তথ্য প্রচারের বিভিন্ন পদ্ধতিগুলো ব্যবহার করুন।
- কমিউনিটির প্রস্তুতিমূলক কর্মকান্ডে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করুন এবং তারা যে সম্ভাব্য বিপদের সম্মুখীন হন সেই নির্দিষ্ট ঝুঁকিগুলোর মোকাবেলা করুন।
- গ্রাম পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য আগাম সতর্ক ব্যবস্থা স্থাপন করুন যাতে করে কমিউনিটির প্রত্যেকে পানি বৃদ্ধি সংক্রান্ত তথ্য যথাসময়ে সঠিকভাবে পায়।
- কালভার্টসহ রাস্তা ও ব্রিজগুলো নিয়মিত তদারকি করুন যাতে করে নদীর অববাহিকা স্থিতিশীল ও প্রবেশগম্য হয়। নদীর তীর যেন জঞ্জালমুক্ত হয়।
- প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য উদ্ধারকারী জলযান দিতে হবে।
- বন্যার সময় প্রয়োজনীয় স্থানান্তরের ক্ষেত্রে নিরাপদ ও প্রবেশগম্য আশ্রয় প্রদান করতে হবে।