পানির উত্স
পানির উত্সগুলো অবশ্যই যে কোন ধরনের ঝুঁকি মূল্যায়ন ও প্রস্তুতি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। দুর্যোগের পরে যখন কোন অভিঘাতসহনশীল পানির উত্স তৈরি কিংবা টিকিয়ে রাখার দরকার হবে তখন পানীয় জলে প্রবেশগম্যতার বিষয়গুলো নিশ্চিত করতে হবে, যাতে করে প্রত্যেকে নিরাপদে ওই পানি ব্যবহার করতে পারে:
- পানির উত্সগুলোর চারপাশে প্লাটফর্ম থাকা উচিত্ এবং সেগুলো কনক্রিটের ভিত্তি হলে হুইলচেয়ার নিয়ে নিরাপদে ব্যবহার করা সম্ভব হবে এবং প্রবীণ ব্যক্তিদের জন্যও সেগুলো নিরাপদ হবে। কনক্রিটের যে প্লাটফর্ম সেগুলো যেন অপিচ্ছিল সামগ্রী দিয়ে তৈরি করা হয় এবং সেখানে যেন পানি জমে না থাকে। মেঝেতে যেন নুড়ি, আলগা ইট কিংবা অসম কোন কিছু না থাকে।
- প্লাটফর্ম যেন আশপাশের ভূমির সমতলে হয়। কিংবা ভূমি থেকে উচুঁতে হলে সেখানে একটি র্যাম্প তৈরি করে দিন এবং সেটি যেন ভূমি থেকে ১:১০ অনুপাতে ঢালু এবং কমপক্ষে ৯০ সেমি প্রশস্ত হয়। একজন ব্যবহারকারী যতোটা বেশি সম্ভব পানির উত্সের কাছাকাছি যেতে পারবেন তার পক্ষে সেটা ব্যবহার করা ততো সহজ হবে।
- ট্যাপের সামনে একটি সিট তৈরি করুন। যার উচ্চতা হবে ৫০ সেমি। এর জন্য সিমেন্ট, কাঠ, কিংবা মেটাল ব্যবহার করা যেতে পারে। সিটের পাশে ৯০ সেমি উচ্চতায় একটি হ্যান্ডরেইল স্থাপন করুন।
- টিউবওয়েলের জন্য সহজে স্থাপন করা যায় এমন ধরনের হ্যান্ডপাম্প ব্যবহার করুন, এর সাথে একটি লম্বা হাতল বা হ্যান্ডেল রাখুন। এবং এটি চাপার জন্য যেন কম শক্তির দরকার হয়। যদি কোন কারণে পানির ট্যাংকে টেপ লাগানো হয় তাহলে যেন তার উচ্চতা ৯০ সেমি হয়।
- মানুষের বাড়ি/আশ্রয়কেন্দ্রের কাছাকাছি পানি সংগ্রহ স্থান তৈরি করুন যাতে করে তারা সহজেই সেখানে পৌঁছাতে পারে।
- পানি উত্তোলনের জন্য যদি কোন যন্ত্র বা ডিভাইস ব্যবহার করা হয় তাহলে একটি খাঁজ কাটা চাকা ব্যবহার করুন যা রশি বা দড়িকে ঘোরাতে ও আটকে রাখতে সাহায্য করবে।
- পানির স্থানের একটি উন্নতমানের নকশা নিশ্চিত করার জন্য প্রতিবন্ধী নারী ও পুরুষসহ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
আপনি যদি একটি উম্মুক্ত কূপ থেকে প্রতিবন্ধী, বয়স্ক ও তরুণ বয়সীদের পানি দিতে চান কিন্তু সেখানে পানি তোলার জন্য কারিগরি ব্যবস্থা যেমন পুলি ইত্যাদি না থাকে তাহলে আপনাকে যা করতে হবে:
- বিভিন্ন উচ্চতার দেয়াল তোলার পরিকল্পনা করুন। কূপের চারদিকে দেয়াল তোলার পরিকল্পনা করুন, এবং যে দেয়াল অবশ্যই বয়স্ক ব্যক্তিদের নিতম্ব ও কোমরের কাছাকাছি হতে হবে (আনুমানিক ৮০ সেমি উচ্চতা হবে)। এটি অবশ্যই মজুবত হতে হবে যাতে করে এর উপর ঝুঁকে যখন কেউ পানি তুলবে তখন যেন এটি সেই ব্যক্তির ওজন সামলাতে পারে। আবার এই কূপ যদি প্রতিবন্ধী ব্যক্তি বা হুইলচেয়ার ব্যবহারী ব্যবহার করে কিংবা এমন কেউ ব্যবহার করেন যিনি দাঁড়িয়ে নয়, কূপের পাশে বসে পানি তুলবেন, সেক্ষেত্রে কূপের দেয়ালের উচ্চতা ৫০ সেমি হতে হবে।
- কূপের চারদিকে তোলা দেয়ালের উপরটা কাঠ কিংবা কংক্রিট দেয়া যেতে পারে তাতে একটি সমতল স্থান তৈরি হবে এবং এর উপর হাতল লাগানো যেতে পারে, তাতে ঝুঁকে পানি তোলার কাজটি আরো সহজ হবে এবং পানি তোলার পর পানির পাত্র রাখার একটা জায়গা হবে। এছাড়াও এটি পানি দূষণের ঝুঁকি ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করবে।