দুর্যোগকালীন সময়ে বাসাবাড়ি থেকে মানুষ সরিয়ে এনে যেখানে আশ্রয় দেয়া হবে সেই আশ্রয়কেন্দ্রটি যেন প্রত্যেকের জন্য প্রবেশগম্য হয় তা নিশ্চিত করতে হবে। এলাকার বাসিন্দা নারী ও মেয়ে শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তিসহ সকল ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও গোষ্ঠীর কথা ভাবতে হবে, তারা যেন:
- আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে ও প্রবেশ করতে পারে,
- আশ্রয়কেন্দ্র বা আশ্রয় শিবিরের অভ্যন্তরে তারা নিরাপদে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে,
- এবং আশ্রয়কেন্দ্রের সুবিধাদি নিরাপদে ব্যবহার করতে পারে।
আশ্রয়কেন্দ্র নির্মাণ কিংবা সংস্কার করার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে:
প্রয়োজনে বর্ধিত সময়ের জন্য মানুষদের আশ্রয়কেন্দ্রে রাখার প্রয়োজন হতে পারে, সেই প্রস্তুতি রাখুন এবং নিশ্চিত করুন যে:
- বিনোদন এবং জ্ঞানমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে মানুষকে উদ্দীপ্ত রাখার জন্য বিভিন্ন ধরনের প্রবেশগম্য উপকরণ রাখুন। যেমন: ব্রেইল বই, অডিও বই ইত্যাদি।
- শিশুদের স্কুলে পড়ালেখা যদি বাধাগ্রস্ত হয় তাহলে তাদের জন্য প্রাথমিক শিক্ষা কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং প্রবেশগম্য উপকরণ রাখুন।
- ব্যায়াম বা শরীর চর্চার জন্য জায়গা ও উপকরণের ব্যবস্থা রাখুন এবং সবাই যাতে এই জায়গা ও উপকরণ ব্যবহার করে শরীর চর্চা করতে পারে সে লক্ষ্যে জায়গা ও উপকরণগুলো যেন প্রবেশগম্য তা নিশ্চিত করুন।