প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে লেট্রিন তৈরি করতে হবে। জরুরি পরিস্থিতিতে স্বল্পমেয়াদের জন্য যদি আবাস স্থল থেকে দূরে লেট্রিন তৈরি করতে হয় তাহলে এটা নিশ্চিত করুন যে সেই
সকলের জন্য নিরাপদ ও প্রবেশগম্য লেট্রিন নিশ্চিত করতে:
এমন জায়গায় তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে এবং জায়গাটা নিরাপদ, যাতে নারী ও শিশুদের পক্ষে ব্যবহার করা সহজ ও নিরাপদ হয়। নারীদের জন্য অবশ্যই আলাদা প্রবেশগম্য লেট্রিন তৈরি করতে হবে।
লেট্রিনগুলো আশ্রয়কেন্দ্র বা আশ্রয় শিবির থেকে ৩০ মিটারের বেশিদূরে হবে না। তবে অপ্রত্যাশিত ক্ষেত্রে জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বল্পকালীন সময়ের জন্য কোন মতেই ৫০ মিটারের চেয়ে বেশি দূরে না হয়।
গড়ে ১ থেকে ১০টি লেট্রিন সম্পূর্ণরূপে প্রবেশগম্য করতে হবে যা প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তিসহ সকলের জন্য যতোটা সম্ভব প্রবেশগম্য হবে।
প্রবেশগম্য সকল স্থানকে বড় আকারের প্রবেশগম্যতার চিহ্ন দ্বারা চিহ্নিত করা নিশ্চিত করতে হবে।
সকল ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং বেড়া দিয়ে/দেয়াল তুলে সুরক্ষিত করা নিশ্চিত করতে হবে।
উপযুক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রবেশগম্য লেট্রিনের তথ্য সকলকে জানানো নিশ্চিত করতে হবে।
প্রবেশগম্য স্থানান্তরযোগ্য বা মোবাইল ল্যাট্রিনের ন্যূনতম মান:
জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রাথমিক পর্যায়ে জরুরিভাবে ব্যবহারের জন্য স্থানান্তরযোগ্য বা মোবাইল লেট্রিন তৈরিতে কমপক্ষে ১২০ সেন্টিমিটার বাই ১২০ সেন্টিমিটার জায়গা থাকা দরকার, তবে আদর্শ হলো ১৮০ সেন্টিমিটারx১৮০ সেন্টিমিটার জায়গা থাকা। এই ধরনের লেট্রিনেরদরজা অবশ্যই ৯০ সেন্টিমিটার প্রশস্ত হতে হবে এবং এর দরজা বাইরের দিকে খুলবে এবং তাতে একটি বড় আকারেরহাতল(হাতল গোলাকার হবে না) এবং ভেতর থেকে বন্ধ করার জন্য একটি রশিলাগানো থাকবে। তালাঅবশ্যই এমন হতে হবে যাতে তালা ধরতে সমস্যা হয় এমন ব্যক্তিরাও যেন সহজে ব্যবহার করতে পারে।স্লাইডিং কিংবা ঘুরিয়ে খোলা যায় এমন তালা কিংবা ছিটকানি বা কাঠের বোল্ট ব্যবহার করা যেতে পারে।
লেট্রিনের মধ্যে ৮০ সেন্টিমিটার বাই ১৩০ সেন্টিমিটারের একটা খোলা জায়গা থাকতে হবে যাতে করে হুইলচেয়ার ব্যবহারকারী তার হুইলচেয়ার থেকে টয়লেটের সিটে বসতে ও আবার হুইলচেয়ারে ফিরে আসতে পারে। কাজটা তিনি নিজে নিজে করতে পারেন কিংবা সহায়তাকারীর সাহায্য নিয়ে করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে লেট্রিনের মধ্যে ১৫০ সেন্টিমিটার বাই ১৫০ সেমি জায়গা দেয়া ভাল। তাহলে হুইলচেয়ারটা সম্পূর্ণভাবে সেখানে ঘোরানো সম্ভব হবে।
এছাড়াওলেট্রিনে হাতে ধরাররেলিংস্থাপন করতে হবে, যাতে করে প্রতিবন্ধী ব্যক্তি সেই হাতল ধরে নিজেকে এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজটি করতে পারে। এই হাতল এসএস পাইপ বা রড দিয়ে তৈরি করা ভালো। তবে এসএস পাইপ বা রড পাওয়া না গেলে শক্ত প্লাস্টিকের টিউব দিয়েও তৈরি করা যেতে পারে। তবে এটা নিশ্চিত করতে হবে যে এটি শরীরের ভার ধরে রাখতে পারবে। এটি ভূমি থেকে ৮০ সেন্টিমিটার উচ্চতায় বসাতে হবে।
টয়লেটের বসারসিটকিংবা কী ধরনের লেট্রিন তৈরি করা হবে সেটা ওই এলাকার মানুষের অভ্যাস ও রীতিনীতির সাথে মিলিয়ে তৈরি করতে হবে। তবে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এই টয়লেট ব্যবহার করবেন প্রতিবন্ধী ব্যক্তিসহ তাদের সবার সাথেপরামর্শকরতে হবে।