টুইন-ট্র্যাক পদ্ধতি যা সাধারণত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের অগ্রগতির জন্য ব্যবহৃত হয়।
ডিআরআর-এ টুইন-ট্র্যাক পদ্ধতি প্রয়োগের উদ্দেশ্য হলো অধিকার ও সুবিধা প্রদানের ক্ষেত্রেনারী, পুরুষ, ছেলে ও মেয়ে নির্বিশেষে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সকলের সমান অধিকার নিশ্চিত করা।
প্রথম ট্র্যাকটি হলো অধিকারের সমতা নিশ্চিত করা। যা অন্তর্ভুক্তিমূলক ডিআরআর পদ্ধতি জোরদার করার মাধ্যমে প্রবেশগম্যতার ক্ষেত্রে থাকাবাধাগুলোদূর করা এবং প্রবেশগম্যতাকে নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করা, যাতে করে দুর্যোগের প্রস্তুতি, সাড়া দেওয়া এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চাহিদাগুলো এবং অধিকারগুলো পূরণ হয়।
দ্বিতীয় ট্র্যাকটি হলো লক্ষ্যযু্ক্ত সমাধান ও স্বতন্ত্র ব্যক্তি পর্যায়ে সহায়তা (যেমন, প্রতিবন্ধী ব্যক্তিদেরসহায়ক প্রযুক্তিদেয়া বা তাদের জন্য পুনর্বাসন সেবায় প্রবেশগম্যতা তৈরি করা) দেয়ার মাধ্যমে ডিআরআর কার্যক্রমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণের সম-সুযোগ তৈরি করতে তাদের ক্ষমতায়ন করা।
যদি উভয় ট্র্যাকের উপর জোর দেয়া হয় তবে টুইন ট্র্যাক পদ্ধতি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সফল ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ এই দুই ট্র্যাক একে অন্যের পরিপূরক। স্থানীয়প্রতিনিধিত্বশীল সংস্থাগুলোরসাথে সহযোগিতা এবং রেফারেল অপরিহার্য।