দুর্যোগে কোন একটি কমিউনিটি কিংবা এলাকার প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনগণ-কেন্দ্রিক আগাম সতর্কতা ব্যবস্থার চারটি উপাদানের প্রতিটিতেই প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সদস্যদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
প্রধান বিবেচ্য বিষয়সমূহ:
১. ঝুঁকি সংক্রান্ত জ্ঞান/তথ্য: ডেটা সংগ্রহ এবং ঝুঁকি নিরূপন কার্যক্রমে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ব্যক্তিদের পদ্ধতিগতভাবে সম্পৃক্ত করুন। লিঙ্গ, বয়স ও প্রতিবন্ধিতা বিষয়ক অসমষ্টিগত ডেটা সংগ্রহ করুন। প্রতিবন্ধিতা বিষয়ক ডেটা সংগ্রহের জন্য ওয়াশিংটন গ্রুপ প্রশ্নাবলী ব্যবহারের কথা বিবেচনা করুন।
২. মনিটরিং এবং সতকর্তা সংক্রান্ত সেবা: বিপদ মনিটরিং এবং আগাম সতর্কতা সংক্রান্ত সেবা দেওয়ার জন্য পরিকল্পনা করবেন তখন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস কোথায় সেটা বিবেচনায় রাখুন।
৩. যোগাযোগ এবং সর্তকতার বার্তা প্রচার: বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে ঝুঁকি সংক্রান্ত তথ্য ও আগাম সতর্কতা বার্তা পৌছানোর জন্য অডিও এবং ভিডিওর সংমিশ্রনের ব্যবস্থা গ্রহণ করুন।
৪. দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সামর্থ্য বাড়ানো: নানান ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য কমিউনিটির সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ সকল ধরনের প্রস্তুতিমূলক কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং সম্ভাব্য ঘটনা মোকাবেলায় কমিউনিটির পরিকল্পনা তৈরি ও অনুশীলন করা।