আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করার জন্য যা করতে হবে:
- সকল ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জেন্ডার ভারসাম্যপূর্ণ আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে, সেখানে আমরা প্রায়শ যাদের কথা ভুলে যাই সেই সকল জনগোষ্ঠীর প্রতিনিধিরাও যেন থাকে: সেনসরি ও মনোসামাজিক প্রতিবন্ধিতা, নারী ও মেয়েশিশু প্রতিবনধী এবং প্রান্তিক নৃগোষ্ঠী ও সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু জনগোষ্ঠী।
- কমিটিতে একজনকে প্রবেশগম্যতা বিষয়ক ফোকাল পয়েন্ট হিসেবে মনোনয়ন দেয়া, যিনি সভার কার্যবিবরীতে প্রবেশগম্যতা বিষয়টি যেন নিয়মিতভাবে থাকে তা নিশ্চিত করবেন যাতে করে বর্তমান ও নতুন নির্মিত আশ্রয়কেন্দ্রগুলোতে প্রবেশগম্যতা নিশ্চিত করা সম্ভব হয়।
- ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী থেকে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কমিটিতে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত করুন যারা আশ্রয়কেন্দ্র থেকে কমিউনিটি সদস্যদের সুনির্দিষ্ট চাহিদাভিত্তিক তথ্য সংগ্রহ করবে, তাদের অভিযোগগুলো সমাধানে কাজ করবে এবং পরামর্শ ও অনুরোধ শুনবে।
- চলাচলে সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিরা (প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি বা গর্ভবতী নারী) কীভাবে আশ্রয়কেন্দ্রে পৌঁছাবে এবং আশ্রয়কেন্দ্রের ভেতরে ও বাইরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবে সেই বিষয়গুলো বিবেচনায় রাখুন। আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা ছাড়াও অন্যান্য বিষয়গুলো যেমন টপোগ্রাফি, ভূপৃষ্ঠের পানি সরানো এবং মাটির মান ইত্যাদি থেকে আসলে জানা সম্ভব হবে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি প্রতিদিনকার কার্যক্রমে অংশ নিতে পারবে নাকি তারা আশ্রয়কেন্দ্রের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে।
- কমিউনিটিতে প্রবেশগম্য আশ্রয়কেন্দ্রের তালিকা এবং ওই নির্দিষ্ট কমিউনিটির জন্য প্রযোজ্য প্রবেশগম্যতার কোড এবং প্রয়োজনে প্রবেশগম্যতার উপর বিশেষজ্ঞ কাউকে যাতে দ্রুত কাজে লাগানো যায় সে লক্ষ্যে তার বা তাদের নাম ও ঠিকানা সংরক্ষণ করুন।
- প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের এমন আশ্রয়কেন্দ্রে বরাদ্দ দিতে হবে যা সর্বসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুতকৃত লেট্রিন ও ওয়াশরুম, স্বাস্থ্য ক্লিনিক এবং/অথবা অন্যান্য কমিউনিটি সেন্টার এবং বিতরণ কেন্দ্রগুলোর কাছাকাছি হয়। তবে এই সময়ে একথাও বিবেচনায় রাখতে হবে যে তাদেরকে যেন কমিউনিটির অন্যান্য ও পরিবার থেকে বিচ্ছিন্ন না করা হয়।
- প্রতিবন্ধী নারী ও মেয়ে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। লেট্রিন ও ওয়াশরুমগুলোতে আলো সরবরাহ করুন যেখানে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার দরকার হয়, দরজা আটনোর ব্যবস্থা যাতে প্রবেশগম্য হয় এবং নিরাপত্তা কর্মীরা যেন জেন্ডার ও প্রতিবন্ধিতা বিষয়ে সংবেদনশীল হয়।
- একথা নিশ্চিত করুন যে মেডিকেল সরবরাহ এবং প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রয়োজন হয় এমন সহায়ক ডিভাইস যাতে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে থাকে।