Christian Blind Mission Inclusive Disaster Risk Reduction

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিভাগ
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. ঝুঁকি নিরূপণ, পূর্ব সতর্কতা

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

বাংলা

সরিয়ে নেওয়া

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

জরুরি পরিস্থিতিতে কেউ যেন বাদ না পড়ে যায় সেটা নিশ্চিত করার জন্য জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সুনির্দিষ্টভাবে প্রস্তুতি নিতে হবে। নিচের পদক্ষেপগুলো অন্তর্ভুক্তিমূলক অপসারণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে:

  • প্রতিটি এলাকায় অপসারণকালে অন্যের সাহায্য দরকার হতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে রাখতে হবে;
  • ব্যক্তিগত বা স্বতন্ত্র ব্যক্তিদের জন্য সহায়তামূলক নেটওয়ার্ক প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা করুন। এই ধরনের সহায়তা নেটওয়ার্কে পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশী কিংবা সহকর্মীদের রাখুন যারা দুর্যোগকালীন সময়ে দ্রুততম সময়ে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে পারবে।
  • উদ্ধারকারী দলের সদস্যদের অন্তর্ভুক্তিমূলক অপসারণ বা উদ্ধার কার্যক্রমের জন্য উদ্ধারের সরঞ্জাম ও কৌশল, যোগাযোগ এবং দৃষ্টিভঙ্গি এর উপর যথাযথ প্রশিক্ষণ দিন।
  • অপসারণ কার্যক্রমের উপর পূর্ব প্রস্তুতিমূলক অনুশীলনে শারীরিক ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত প্রতিবন্ধী (বধির এবং অন্ধ ব্যক্তি) ব্যক্তি, শিশু, প্রবীণ ব্যক্তি এবং গর্ভবতী নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কে সম্পৃক্ত করুন। ভূমিকা অভিনয়ের ক্ষেত্রে অ-প্রতিবন্ধী ব্যক্তিদের দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের ভূমিকা অভিনয় করা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে।
  • অপসারণ পরিকল্পনায় বধির, শ্রবণ প্রতিবন্ধী, অন্ধ, ক্ষীণদৃষ্টিসম্পন্ন, বুদ্ধি প্রতিবন্ধী, সীমিত সহনশীলতা, শ্বাসতন্ত্রের সমস্যা, মনোসামাজিক কিংবা মানসিক স্বাস্থ্য সহায়তা দরকার, গর্ভবতী কিংবা এমন কোন চাহিদা রয়েছে যা তাদের ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে কোন কিছু করা থেকে বিরত রাখে এবং তারা একাকী নিরাপদ স্থানে যেতে পারে না, এমন সকলের বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হবে।
  • অপসারণ পরিকল্পনা সম্পর্কে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি করা। যদি কোন ব্যক্তি ব্যক্তিগত সহায়তাকারী বা পরিচর্যাকারীর উপর নির্ভরশীল হন তাহলে সেই ব্যক্তি এবং তার ব্যক্তিগত সহায়তাকারী কিংবা পরিচর্যাকারী উভয়কে নিরাপদ অপসারণ বিষয়ে সচেতন করতে হবে।
  • যারা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকেন (যেমন, মানসিক হাসপাতাল, এতিমখানা, প্রতিবন্ধী শিশুদের কেন্দ্র) তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে তাদের সাথে কাজ করতে হবে।
  • কমিউনিটির মানুষদের আগাম সতর্কতা পূর্বাভাস এবং অপসারণ সংক্রান্ত তথ্য একাধিক মাধ্যমে প্রবেশগম্যভাবে দিতে হবে যেমন সাইরেন, সিগনাল লাইট, মোবাইল ফোনে মেসেজ, বাড়ি বাড়ি তথ্য পৌঁছানো এভং সামাজিক মাধ্যমে তথ্য দেয়।
  • অপসারণের রুট ও পথ যেন সবসময় প্রবেশগম্যহয়।
  • অপসারণকালে যাদের চলাচলে সীমাবদ্ধতা কিংবা যানবাহনে প্রবেশগম্যতা নেই তাদের জন্য যানবাহন এর ব্যবস্থা করতে হবে।
  • অপসারণ আশ্রয় কেন্দ্র কিংবা সমাবেশ কেন্দ্র যেন প্রত্যেকের জন্য প্রবেশগম্য হয়।

অপসারণ চলাকালে:

  • লোকজনের কাছে জানতে চাওয়া যে, অপসারণকালে সে কীভাবে অপসারণ কার্যক্রমে সহায়তা করতে পারেন।
  • কাউকে অপসারণে সহায়তাকালে শান্ত থাকুন, তার সাথে নরম স্বরে কথা বলুন এবং তাকে বুঝিয়ে বলুন কী করা হচ্ছে। কাউকে কোন কিছু না জানিয়ে হুট করে অপসারণ কার্যক্রম শুরু করবেন না।
  • শ্রদ্ধাপূর্ণ মনোভাব দেখানো এবং তাদের সাথে এমনভাবে যোগাযোগ করা যাতে করে তারা প্রত্যেকে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং দ্রুততার সাথে কাজ করতে পারে।
  • প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ মানুষদের সহায়তাকালে শ্রদ্ধাপূর্ণ মনোভাব ও যোগাযোগ বজায় রাখুন।
  • প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ ব্যক্তি এবং যারা দীর্ঘকাল ধরে অসুস্থ তাদের জন্য সহায়ক উপকরণ এবং ঔষধ নিশ্চিত করার পাশাপাশি গর্ভবতী মায়েদের জরুরি পরিস্থিতিতে সন্তান জন্মদান এবং শিশুর খাবার ও স্বাস্থ্যবিধি পালনের উপকরণ অপসারণ স্থানে থাকা নিশ্চিত করতে হবে।
  • অপসারণকালে যে ব্যক্তিদের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে রেখে চলে আসার সম্ভাবনা রয়েছে তাদের ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে হবে, যাদের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি, যারা খুব দরিদ্র, খুবই বৃদ্ধ কিংবা অল্প বয়স কিংবা যাদের স্বাস্থ্যগত জটিলতা রয়েছে।

Tags

  • জরুরি সহায়তা করার প্রস্তুতি

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

সহযোগিতায়:

Swiss NGO DRR Platform

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান